Studypress News

অ্যাসিসট্যান্ট সাইফার অফিসার (গণিত)

14 Jan 2017

১. নিচের কোন ভগ্নাংশটি বড়?

  • ২৩
  • ৩৫
  • ৮১১(উত্তর)
  • ১৭২৭
  •  

২. কোন কর্মকর্তা মাসিক ৩০০০০ টাকা বেতনে  ২০১২ সালের ৭ ফেব্রুয়ারী যোগ দিলেন, তিনি ওই মাসে কত বেতন পাবেন?

  • ২৩০০০ টাকা
  • ২৪০০০.২০ টাকা
  • ২৩৭৯৩.১০ টাকা (উত্তর)
  • ২৪৯১২ টাকা

 

৩. ২০০ এর ১২% এর সাথে ১০০ যোগ করলে কত হবে?

  • ১০১ (উত্তর)
  • ১৫০
  • ২০০
  • ২০১

 

৪. (৬৪৩৪৩)-৩২এর সরল মান কত?

  • ৪৭
  • ৭৪
  • ১৬৪৯
  • ১৬৭

ভুল প্রশ্ন, উত্তর নেই অপশনে

 

৫. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিসীমা কত?

  • ৫০০ মিটার
  • ৪০০ মিটার (উত্তর)
  • ৩০০ মিটার
  • ২০০ মিটার

 

৬. ২১ ২১ এর ২১২১ ২১ ২১ এর সরল মান কত?

  • ৪৪১
  • ২১

 

৭. ২ ও ৩ এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে?

  • ২ + ৩২(উত্তর)
  • ২.৩২
  • ১.৮
  • ১.৫

 

৮. x3- px+ 10 = 0 এর একটি সমাধান 2 হলে প এর মান কত?

  • -2
  • -9
  • 9
  • 10

 

৯. a + c > b হলে নিচের কোনটি সঠিক?

  • a > b - c (উত্তর)
  • a < b - c
  • a > b + c
  • a < b + c

 

১০. f(x) = x2 + 1x + 1 এর অনুরূপ কোনটি?

  • f(1) = 1
  • f(0) = 1
  • f(-1) = 3
  • f(1) = 3

১১. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত?

  • ৩০ মিটার
  • ৬০ মিটার (উত্তর)
  • ৪০ মিটার
  • ৫০ মিটার

 

১২. a + b = 9m এবং ab = 18m2 হলে a-b এর মান কত?

  • 3m
  • -3m
  • 3m (উত্তর)
  • 6m

 

১৩. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হল, কোন ক্ষেত্রে ত্রিভূজ আকা সম্ভব নয়?

  • ৬, ৭, ১১
  • ৩, ৮ , ৮
  • ১৪, ১২, ২৮ (উত্তর)
  • ২০, ৮, ১৩

১৪. বার্ষিক শতকরা ৫% হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত?

  • ৮৩ টাকা
  • ৮৪ টাকা (উত্তর)
  • ৮২ টাকা
  • ৯০ টাকা

 

১৫. টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

  • ৫০% (উত্তর)
  • ৩৩%
  • ৩০%
  • ৩১%

 

১৬. ABC ত্রিভুজের E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে EF = কত?

  • 12(AB + AC)
  • 12AB
  • 12AC
  • 12BC (উত্তর)

 

১৭. a +1a =3 হলে a3+1a3= ?

  • 27
  • 9
  • 0 (উত্তর)
  • 3

 

১৮. loga + loga2+loga3+ ... ধারাটির প্রথম ৭ টি পদের সমষ্ঠি কত?

  • 28loga (উত্তর)
  • 56loga
  • 8loga
  • 7loga

 

১৯. কোন একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৪ সেমি ও ৫ সেমি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে?

  • ৩ সেমি (উত্তর)
  • ৪ সেমি
  • ২ সেমি
  • ৫ সেমি

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।