Studypress News
বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো নারী পাইলট - নাজিয়া নুসরাত এবং শাহরিনা বিনতে আনোয়ার
28 Oct 2015

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো দু’জন নারী পাইলট যুক্ত হলেন। তারা সফলভাবে তাদের একক এবং দ্বৈত উড্ডয়ন শেষ করেছেন।প্রথমবারের মতো আর্মি এভিয়েশনে যুক্ত হতে কঠোর পরীক্ষা পার করে ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রশিক্ষণ শুরু করেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার।১শ’ ২০ ঘণ্টার প্রশিক্ষণের মধ্যে প্রায় ৪৫ ঘণ্টার প্রশিক্ষণ শেষে তারা প্রথমে উড্ডয়ন করেন তাদের প্রশিক্ষকদের সঙ্গে। এরপর দ্বৈত উড্ডয়ন করেন দুই নারী পাইলট। আর সবশেষে তারা সফলভাবে শেষ করেন তাদের একক উড্ডয়ন।উড্ডয়ন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাদের প্রশিক্ষক লে. কর্নেল হাসান মো. কাহরিয়ার। বলেন, তারা যে নারী হিসেবে আলাদা সেটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় একদম মনে হয়নি। তারা তাদের প্রশিক্ষণ ঠিকমতো সম্পন্ন করে সফলতা পেয়েছে।নিজেদের অভিজ্ঞতা আর প্রাপ্তি নিয়ে কথা বলেন সফল নারী পাইলট নাজিয়া নুসরাত এবং শাহরিনা বিনতে আনোয়ার।ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার বলেন, আমাদের দেশটি যে পরিচালনা করেন তিনি একজন নারী। তাহলে আমারা কেনো পিছিয়ে থাকবো! তাই সেদিন শপথ নিয়েছিলাম এগিয়ে যাবো এবং সাফল্যের উচ্চতায় নিজেকে দাড় করাবো।নারী হিসেবে এ সাফল্যে অনেক গর্বিত ক্যাপ্টেন নাজিয়া নুসরাত। দেশের মেয়েরা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি।সেনাবাহিনীর ইতিহাসে অংশ হয়ে থাকা এ দুই নারী পাইলটের আশা, ভবিষ্যতে বাংলাদেশের মেয়েরা চ্যালেঞ্জ নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে।
Important News

Highlight of the week
