Studypress News

অ্যাসিসট্যান্ট সাইফার অফিসার (সাধারণ জ্ঞান ও বাংলা)

14 Jan 2017

১। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

উ: নাটোর

২। লালন ফকিরের জন্মস্থান কোথায়?

উ: কুষ্টিয়া

৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উ: হবিগঞ্জ

৪। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?

উ: মোনায়েম সরকার

৫। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?

উ: মোনায়েম সরকার

৬। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?

উ: চট্টগ্রাম

৭। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?

উ: বেগম রোকেয়া

৮। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?

উ: পাবনা

৯। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উ: হরিপুর

১০। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?

উ: নাফ

১১। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?

উ: করতোয়া

১২। ম্যানগ্রোভ কি?

উ: উপকূলীয় বন।

১৩। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?

উ: রাজশাহী

১৪। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?

উ: চীন

১৫। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

উ: ইংল্যান্ডে

১৬। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?

উ: সিন্ধু সভ্যতা

১৭। কনফুসিয়াস কে?

উ: দার্শনিক

১৮। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?

উ: মিশর

১৯। শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?

উ: ফারসি

২০। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?

উ: ম্যান্ডারিন

২১। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন

উ: উপরের সবকটি

২২। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?

উ: ১৭৮৯ সালে

২৩। হাজার হ্রদের দেশ কোনটি?

উ: ফিনল্যান্ড

২৪। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে?

উ: জিব্রালটার প্রণালী

২৫। গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?

উ: যুক্তরাজ্য

২৬। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?

উ: নেপাল

২৭। খনার বচন কি সংক্রান্ত?

উ: কৃষি

২৮। ‘ব্রজবুলি’ একটি-

উ: ভাষা

২৯। ‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা-

উ: আরবি

৩০। কোন গ্রন্থটি আলাওল রচিত?

উ: তোহফা

৩১। বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?

উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

৩২। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-

উ: বীরবলের হালখাতা

৩৩। পরশুরাম কার ছদ্মনাম?

উ: রাজশেখর বসু।

৩৪। বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-

উ: বিহারীলাল চক্রবর্তী

৩৫। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন-

উ: অক্ষয়কুমার দত্ত

৩৬। কোনটি জসীমউদদীনের কাব্য নয়?

উ: মানসী

৩৭। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

উ: ২১

৩৮। কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?

উ: গীতাঞ্জলি

৩৯। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

উ: দুর্গেশনন্দিনী

৪০। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?

উ: রুদ্রমঙ্গল

৪১। শুদ্ধ বানান কোনটি?

উ: মূর্ধন্য

৪২। কোনটি নাসিক্য ধ্বনি?

উ: ম

৪৩। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

উ: ধ্বনিতত্ত্ব

৪৪। কোনটি সঠিক?

উ: চলাকালে

৪৫। ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-

উ: মনস+ঈষা

৪৬। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-

উ:  হিন্দি

৪৭। সচিব কোন ধরনের শব্দ?

উ: পারিভাষিক

৪৮। সর্বভুক শব্দের অর্থ কি?

উ: আগুন

৪৯। ‘নিদাখ’ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উ:

৫০। ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?

উ: অর্ধ-তৎসম শব্দ

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।