Studypress News
প্রাইমারি প্রধান শিক্ষক ২০১২ (ডালিয়া)
12 Jan 2017
১. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
1)@@৮/১১
2)৩/৫
3)১৩/২৭
4)৩৩/৫০
২/৩ = ০.৬৭
এবার,
৮/১১ = ০.৭২৭৩
৩/৫ = ০.৬
১৩/২৭ = ০.৪৮১৪
৩৩/৫০ = ০.৬৬
২. আখ গাছের জন্য ক্ষতিকর
1)বিছাপোকা
2)লাভা
3)মাজরা পোকা*
4)শুয়াপোকা
৩. রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
1)কানাডা
2)ফ্রান্স
3)যুক্তরাজ্য*
4)যুক্তরাষ্ট্র
৪. 9,11,15,23,39 ...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
1)52
2)65
3)71*
4)92
ধারাটির প্রতি ক্ষেত্রে দুইটি পদের মধ্যে অন্তর ২ গুণ করে বাড়ছে। প্রথমে অন্তর ছিল ২ ২য় তে ২*২ = ৪ ৩য় তে ৪*২ = ৮ ৪র্থ তে ৮*২ = ১৬ তাহলে, ৫ম-এ অন্তর হবে ১৬*২ = ৩২ অর্থাৎ, সংখ্যাটি হবে = ৩৯ + ৩২ = ৭১ ৫. |
প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?
1)৪০০০
2)৭০০০
3)১০০০০*
4)১৪০০০
শতকরা বৃদ্ধি = (৭-৩)% = ৪%
সুতরাং,
৪ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০ জন
১ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০/৪ জন
৪০০ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০*৪০০/৪ জন
= ১০০০০
৬. ৬ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
1)৪৮ বছর ও ১৬ বছর
2)২৪ বছর ও ৮ বছর
3)৯ বছর ও ৩ বছর
4)৩৬ বছর ও ১২ বছর*
পিতার বয়স ক
পুত্রের বয়স খ
এখন,
৬ বছর আগে,
ক = ৫খ .............................. (১)
আবার,
বর্তমানে,
ক + ৬ = ৩*(খ + ৬)
ক = ৩খ + ১৮ - ৬
৫খ - ৩খ = ১২
২ খ = ১২
খ = ৬
তাহলে,
ক = ৫খ
বা, ক = ৫*৬ = ৩০
পিতার বর্তমান বয়স = ৩০ + ৬ = ৩৬
পুত্রের বর্তমান বয়স = ৬ + ৬ = ১২
৭. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
1)৫
2)৮*
3)/৬
4)১০
৬, ৮, ১০ এর এর গাণিতিক গড় (৬+৮+১০)/৩ = ২৪/৩ = ৮
এখন,
ধরি, সংখ্যাটি ক।
তাহলে,
(৭+৯+ক)/৩ = ৮
৭+৯+ক = ২৪
১৬ + ক = ২৪
ক = ২৪ - ১৬ = ৮
৮. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
1)@@৪ঃ৯
2)৪ঃ১৫
3)২ঃ৩
4)৫ঃ৬
অনুপাতের ক্ষেত্রে Common term গুলো উঠিয়ে নেওয়া যায়।
সুতরাং,
গোলকের আয়তনের অনুপাতে হবে,
(4/3)πr13 : (4/3)πr23
r13 : r23 = 8: 27
r13 / r23 = 8 / 27
r13 / r23 = (2)3 / (3)3
r1 / r2 = 2 / 3
আবার,
ক্ষেত্রফলের ক্ষেত্রে,
অনুপাত দাঁড়াবে,
4πr12 : 4πr22
r12 :r22
অর্থাৎ,
r1 / r2 = 2 / 3
বা, r12 :r22 = (2)2 / (3)2
বা, r12 :r22 = 4 /
৯. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার পরিমাণ সমান ৩ঃ১ । তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
1)৬ গ্রাম
2)৫ গ্রাম
3)৪ গ্রাম*
4)৮ গ্রাম
৩ক + ক = ১৬
বা, ৪ক = ১৬
বা, ক = ১৬/৪ = ৪
এখন,
সোনা বাড়াতে হবে ৪ক - ৩ক = ক
অর্থাৎ, ৪ গ্রাম
১০. একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে এ কাজ ১ জন মেয়ে লোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন?
1)@@45
2)90
3)135
4)30
১৫ জন পুরুষ ১ দিন করে ১ কাজ
১ জন পুরুষ ১ দিনে করে ১/১৫ কাজ
এবার,
১ জন পুরুষ ১/১৫ কাজ করে ১ দিনে
তাহলে, ১ জন পস্ত্রীলোক ১/১৫ কাজ করে ৩ দিনে
এখন,
১/১৫ কাজ ৩ দিনে করতে প্রয়োজন ১ জন স্ত্রীলোক
১ কাজ ১ দিনে করতে প্রয়োজন ১*১৫*৩ = ৪৫ জন স্ত্রীলোক
পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধান পেতে লগইন করুন www.studypress.org তে।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।