Studypress News
কৃষি ব্যাংকের (সিঃ অফিসার) ২০১৫ সম্পূর্ণ প্রশ্নের সমাধানঃ রিভিউ-
12 Jan 2017
কৃষি ব্যাংকের (সিঃ অফিসার) ২০১৫ সম্পূর্ণ প্রশ্নের সমাধানঃ রিভিউ-
1. Antonym: Hirsute
Ans: bald
2. Antonym: Flagitious
Ans: Innocent
3. Antonym: Subservient
Ans: Dignified
4. Antonym: EQUANIMITY
Ans: Excitement
5. Antonym: SACROSANCT
Ans: Unholy
6. One who has little faith in human sincerity and goodness.
Ans: cynic
7. A person who insists on something.
Ans: stikler
8. Extreme old age when a man behaves like a fool.
Ans: dotage
9. An expression of mild disapproval.
Ans: reproof
10. In a state of tension or anxiety or suspense.
Ans: on tenterhooks
11. A drawing on transparent paper.
Ans: Transparency
12. Notwithstanding the actor’s ____ reception from adoring film makers, those close to him, familiar with his myriad shortcomings, treated him as someone hardly worthy of _____
Ans: superb, success
13. Because King Philip's desire to make Spain the dominant power in sixteenth-century Europe ran counter to Queen Elizabeth's insistence on autonomy for England, ------- was -------.
Ans: conflict, inevitable
14. The president has a ______ of ______ around him when he makes public appearances.
Ans:Hedge, Protection
15. Members of the research team were initially so adversarial that ------- seemed impossible; the project's inauspicious start made its final success all the more -------
Ans: cooperation, remarkable
16. The novel's protagonist, a pearl diver, naïvely expects that the buyers will compete among themselves to pay him the best price for his pearl, but instead they ------- to ------- him.
Ans: collude, swindle
17. জাতিসংঘ সনদে স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগনিত হয়?
Ans: পোল্যান্ড
18. নিচের কোন দেশটি কিয়োটা প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
Ans: যুক্তরাষ্ট্র
19. কোন ফাংশন কী দ্বারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু করা যায়?
Ans: F5
Function Keys
F1 Display Help or the Office Assistant
F2 Select the text box containing an object or text
F4 Repeats the last presentation action (Edit > Repeat) (not Format Autoshape dialog)
F5 Runs the presentation (View > Slide Show)
F6 Moves to the next pane in the presentation (clockwise)
F7 Displays the (Tools > Spelling) dialog box
F10 Toggles the activation of the Menu Bar
F12 Displays the (File > Save As) dialog box
20. মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইন্টিকে বলা হয়?
Ans: মেনু বার
21. নিচের কোনটি কোনো ফন্টের নাম নয়?
Ans: বিজয়
22. কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরণের মেমোরি?
Ans: সহায়ক মেমোরি
23. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি?
Ans: মাইক্রো কম্পিউটার
24. মাইক্রোসফট ওয়ার্ডের কার্যরত ডকুমেন্টকে একটি নতুন নামে সংরক্ষন কমান্ড হল___?
Ans: File> Save
25. স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে____?
Ans: ওয়ার্কশিট
26. মাইক্রোসফট ওয়ার্ডে Crtl+Home কীবোর্ড কমান্ড দিলে কার্সর(Cursor) কোথায় যাবে?
Ans: ডকুমেন্টের শুরুতে
27. শেনজেন (Schengen) চুক্তি হচ্ছে-
Ans: অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
28. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে ‘বিশ্ব বসতি দিবস’ পালিত হয়?
Ans: প্রথম সোমবার
29. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র-‘এ স্টেট ইজ বর্ন’ এর নির্মাতা কে?
Ans: জহির রায়হান
30. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Artificer নিযুক্ত ছিলেন?
Ans: পলাশ
31. বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি?
সঠিক উত্তর হবেঃ ব্যাংক অব ভেনিস
32. ঢাকার ঐতিহাসিক বড় কাট্রা নির্মান করেন কে?
Ans: শাহজাদা সুজা
33. সংসদের কোনো সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে কত দিনের লিখিত নোটিশ প্রদান করতে হবে?
Ans: ১৫
34. কোন জেলার প্রাচীন নাম ‘পালঙ্কই’?
Ans: কক্সবাজার
35. ‘রণসঙ্গীত’ বাংলা কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়?
Ans: ১৩৩৫
36. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান পরিবর্তনের বিধান আছে?
Ans: ১৪২
37. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি?
Ans: হেলভেশিয়া
38. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
Ans: ডেনমার্ক
39. সমুদ্র সমতল হতে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা কত?
Ans: ২১ মিটার
40. পারস্য উপসাগরে আঞ্চলিক জোটের নাম কি?
Ans: GCC
41. ক একটি কাজ ৩০ দিনে, খ ১৫ দিনে এবং গ ১০ দিনে করতে পারে। প্রতি ২য় দিনে খ এবং প্রতি ৩য় দিনে গ, ক-কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে শেষ হবে?
Ans: ১২
42. আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দেড় গুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা হারে মোট ২২০৫ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মিটার?
Ans: ৭০
43. একটি লঞ্চ ঘন্টায় ২০ কি মি বেগে চলে ২০ দিনে কোন বন্দরে পৌঁছালো। একটি নৌকা একই স্থান হতে ৩ দিন পর রওনা করে ঘন্টায় ১০ কি মি বেগে চললে লঞ্চটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে নৌকাটি বন্দরে পৌঁছাবে?
Ans: ২৩
44. নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
Ans: ২১ এবং ২২
45. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ মিটার ও কর্ণের উপর বিপরীত শীর্ষ হতে অংকিত লম্বের দৈর্ঘ্য ৪ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
Ans: ৩২
46. একটি ব্যাংকের কর্মচারীদের ৭০% নারী এবং ৬০% বিবাহিত। পুরুষের ২/৩ অংশ যদি অবিবাহিত হন, নারীদের কতভাগ বিবাহিত?
Ans: ৫/৭
47. a+b = √3 and a-b=√2 হলে 8ab(a^2 + b^2)=?
Ans: 5
48. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬,৮,১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কতমিটার?
Ans: ৪
49. একটি গাড়ি ঘণ্টায় ৭৫কিমি বেগে চলে, এক জন লোক ৪ মিনিটে এক কিমি দৌড়ালে লোকটির গতিবেগ, গাড়ির গতিবেগের শতকরা কত হবে?
Ans: ২০%
50. যদি ক=৮খ + ২২ হয় এবং খ যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ক নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়?
Ans: ৭
51. কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য জ্যা এর অর্ধেক হতে ২ সেমি কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সে মি হলে, জ্যা এর দৈর্ঘ্য কত সে মি?
Ans: ১৬
52. একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট হার সরল সুদে ৪ বছরে প্রাথমিক মূলধনের ৭/৫ অংশ হয়। বার্ষিক সরল সুদের হার কত?
Ans: ১০%
53. একটি নৌকার তলদেশ ছিদ্র হওয়ায় তা ৬ ঘন্টায় ডুবে যেতে পারে। কিন্তু পাম্পের সাহায্যে ৮ ঘন্টায় নৌকাটি জলশুন্য করা যায়। যদি নৌকাটি তীর থেকে ১৬৮ কিমি দূরে থাকে তাহলে, কত বেগে চললে নৌকাটি তীরে পৌছানোর সাথে সাথে ডুবে যাবে।
Ans: ৭কিমি/ঘন্টা
54. পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?
Ans: ৪
55. একটি ঘনকের একবাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
Ans: ৫৪
56. চারটি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল ২০০। ১ম রাশিঃ২য় রাশি = ১:২, ২য়রাশিঃ৪র্থ রাশি = ১:৪। তৃতীয় রাশিটি কত?
Ans: ২০
57. ইংরেজী বর্ণমালার ক্রমধারা যদি উল্টানো হয় তাহলে কোনটি আপনার বাম থেকে ১৪ তম অক্ষর হবে?
1)N
2)L
3)O
4)Q
5)কোনটিই নয়( Ans:)
Correct Ans. (m)
## Solution:
z y x w v u t s r q p o n m(১৪তম)
সুতরাং,১৪তম অক্ষর = M
58. ১৫,২৪,৩৪,৪৮,......এই ধারার ভুল সংখ্যা কোনটি?
Ans: ৩৪
59. সিয়াম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে মেধাক্রমে উপর থেকে ১৫ তম এবং নিচ থেকে ৩০তম স্থান অধিকার করে। ৬ জন ছাত্র পরীক্ষা দেয়নি ও ১০ জন ফেল করে। মোট ছাত্রসংখ্যা কত ছিল?
Ans: ৬০
60. ১৯,৩৩, ৫১,৭৩, ...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Ans: ৯৯
61. ক,খ এর বোন। গ, খ এর মা। ঘ, গ এর বাবা। ঙ, ঘ এর মা। ক, ঘ এর ____?
Ans: নাতনী
62. ৩৯২ : ২৮ :: ৭২২ : ______?
1)১৮
2)২৮
3)৩৮
4)২৭
5)কোনটিই নয়( Ans:)
##Solution:
ধরি, ৪র্থ রাশি= x
৩৯২/২৮ = ৭২২/x
বা, ৩৯২x = ৭২২×২৮
সুতরাং, x = ৫১.৫৭
63. তিনজন ব্যাক্তি A, B এবং C একটি লাইনে দাঁড়িয়ে আছে। A ও B এর মাঝে ৫ জন এবং B ও C এর মধ্যে ৮ জন আছে। যদি C এর সামনে ৩ জন ও A এর পেছনে ২১ জন থাকে, তবে লাইনে সর্বনিম্ন কত জন আছে?
Ans: ২৮
64. নিচের ‘?’ চিহ্নিত ঘরে কোন সংখ্যাটি বসবে?
Ans: ৫
65. “সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা” রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Ans: বলাকা
66. বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি?
Ans: জমিদার দর্পণ
67. কার সংগৃহীত গীতিকা সম্পাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ‘ময়মনসিংহ গীতিকা’ নামে প্রকাশ করেন?
Ans: চন্দ্রকুমার দে
68. ‘তুমি যদি যেতে ভাল হত’-বাক্যটিতে ‘যেতে’ শব্দটি ক্রিয়ার কোন কাল?
Ans: নিত্যবৃত্ত অতীত
69. ‘আজ তোরা যাসনে ঘরের বাহিরে’-এখানে কি অর্থে ‘অনুজ্ঞা’ ব্যবহৃত হয়েছে?
Ans: উপদেশ
70. ‘অরণ্যে রোধন’ না বলে ‘বনে ক্রন্দন’ বললে বাক্যটি কি হারাবে?
Ans: যোগ্যতা
71. ‘বড় পিরীত বালির বাঁধ ক্ষনে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ’-চরন দুটি কার রচনা?
Ans: ভারতচন্দ্র
72. ‘নিবৃত্তি’ শদটির ‘নি’ কোন প্রকার উপসর্গ?
Ans: তৎসম
73. নিচের কোনটি একটি যৌগিক শব্দ?
Ans: গায়ক
74. নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
Ans: নাচ+অন
75. শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
Ans: ছটফট
76. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?
Ans: অসমীকরণ
77. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
Ans: মুক্তি
78. সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত ‘সুড়ঙ্গ’ একটি-
Ans: নাটক
79. এক কথায় প্রকাশ করুনঃ ‘শত্রুকে দমন করে যে’-
Ans: অরিন্দম
80. নিচের কোনটি একটি মৌলিক শব্দ?
Ans: গোলাপ
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ