Studypress News
ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো
12 Jan 2017
লিওনেল মেসি ও আন্তনিও গ্রিজম্যানকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেরা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও হিউস্টন ড্যাশের খেলোয়াড় চার্লি লয়েড। গত সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে এই পুরষ্কার তুলে দেয়া হয়। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা
এক নজরে ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জয়ীরা-
সেরা খেলোয়াড় (পুরুষ):ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ)
সেরা খেলোয়াড় (নারী): কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র ও হস্টোন ড্যাশ)
পুরুষ দলের সেরা কোচ: ক্লদিও রানিয়েরি (লিস্টার সিটি)
মেয়েদের দলের সেরা কোচ: সিলভা নেইড (জার্মানি)
ফিফা পুসকাস পুরস্কার (সেরা গোল): ফাইজ সুবরি (পুলাও পিনাং-পাহাঙ, মালয়শিয়ান সুপার লিগ ২০১৬)
সেরা সমর্থক: বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুল সমর্থক
ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লুই সুয়ারেজ, ইনিয়েস্তা, ক্রুস, মড্রিচ, মার্সেলো, র্যামোস, পিকে, অ্যালভেস, ন্যুয়ার।
ফিফা ফেয়ার প্লে ট্রফি: অ্যাটলেটিকো ন্যাচিওনাল (কলম্বিয়া)