Studypress News
নেপালের প্রথম নারী স্পিকার
17 Oct 2015
নেপালের সংসদ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে স্পিকার হিসেবে নির্বাচিত করলো। ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপালের সংসদ সদস্য অনসারি ঘারতি মাগার শুক্রবার সর্বসম্মতিক্রমে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হলেন।
এর আগে নেপালের কৃষক-শ্রমিক পার্টির সংসদ সদস্য অনুরাধা থাপা মাগার স্পিকার হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বীতা প্রত্যাহার করে নেন।নেপালের ইতিহাসের প্রথম নারী স্পিকার অনসারি, এর আগে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করতেন। তিনি একজন মাওবাদী গেরিলা যোদ্ধা ছিলেন।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর নেপালের বহু আকাংখিত সংবিধান অনুমোদিত হবার পর নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান কেপি শর্মা ওলি।এরই ধারাবাহিকতায় শুক্রবার সংসদের স্পিকার নির্বাচন হয়।