Studypress News

কৃষি ব্যাংকের আগের প্রশ্নের Written Part কেমন ছিল: দেখে নিন-

11 Jan 2017

কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা--অনুষ্ঠিত হবেঃ ২০ জানুয়ারি, ২০১৭ (সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত)

শুরুতে MCQ ১ ঘন্টা  ১০০ নম্বর আর, লিখিত পরীক্ষা হবে ২ ঘন্টা ২০০ নম্বরের।

প্রথমেই বিগত একটি প্রশ্ন (লিখিত পার্ট) দেখি-

বাংলাদেশ কৃষি ব্যাংক (অফিসার)-২০১২

১। বাংলায় অনুবাদ করুনঃ [english to বাংলা]

The government last week revised down the export target for this fiscal year in light of EU and USA's worsening economics, the country's two major export destinations. Now, exporters seek more cooperation from the government. Exporters asked the government to devise the next budget taking into account the economic troubles in major export destinations which have hampered exports considerably. President of BGMEA wants the government to help them in the next national budget for maintaining their competitiveness globally. He asked the government to continue with the incentive package sanctioned in 2009 for export market diversification which is set to expire this year. 

দেশের দুটি প্রধান রপ্তানী বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অবনতিশীল অর্থনীতির পরিপ্রেক্ষিতে সরকার গত সপ্তাহে এই অর্থ বছরের জন্য রপ্তানী লক্ষ্যমাত্রা পুননির্ধারণ করেছে। বর্তমানে রপ্তানীকারীরা সরকারের কাছ থেকে আরো সহযোগিতা চায়। রপ্তানীর প্রধান প্রধান দেশগুলো যেগুলি উল্লেখযোগ্যভাবে রপ্তানীকে বাধাগ্রস্থ করেছে সেই দেশগুলির অর্থনৈতি সমস্যা বিবেচনায় রেখে পরবর্তী বাজেট প্রণয়ন করতে রপ্তানীকারীরা সরকারকে বলেছেন। তাদের আস্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানকে ধরে রাখার জন্য বিজিএমই-র সভাপতি চান পরবর্তী জাতীয় বাজেটে সরকার যেন তাদেরকে সহায়তা করে। বিভিন্ন পণ্যের বাজার সৃষ্টির প্রয়াসে ২০০৯ সালে অনুমোদনপ্রাপ্ত প্রণোদনা প্যাকেজটি চালু রাখতে তিনি সরকারকে আহবান জানিয়েছেন যেটি এ বছর শেষ হওয়ার কথা।

২। 'বাংলাদেশ কৃষির বাজারজাতকরণ' বিষয়ে একটি বাংলা সংক্ষিপ্ত রচনা লিখুন। 

৩। Write a paragraph on Alternative Sources of Agri-Financing and their Impact.

৪। For each Taka spent by the sales department, the research department spends 20 Paisa. For every Tk. 4 spent by the research department, the packing department spends Tk. 1.50. Find out the ratio of the money spent by the sales department to the money spent by the research department to the money spent by the packing department.

Solution:

Sales Dept. : Research Dept. = 1 : 0.2 =10 : 2

Research Dept. : Packing Dept. = 4 : 1.5 =40 : 15

So, Sales Dept. : Research Dept. : Packing Dept. = 200:40:15=40 : 8 : 3

Ans. 40 : 8 : 3

৫। The town of Zamalpur has a population of 50,000. The average income of a person who lives in Zamalpur is Tk. 3700 per year. The tax rate is 1% on income. What is the total amount paid in taxes by the people of Zamalpur?

Solution:

For Tk. 100 they pay tax Tk. 1

So, “  3700  “      “       “    =(1×3700)/100=37

So, Total amount of taxes=tax per person × total population=37×50,000=18,50,000;

Ans. Tk. 18,50,000

৬। Write a precis of the following passage, adding a suitable title.

For a school-going child summer vacations mean mangoes, visiting grandparents, getting drenched in the rain, not opening school bags even once; going on holidays, etc. But for the child's mother it means an undisciplined child at home who goes to sleep at 4 in the afternoon, unlimited hours of internet surfing or chatting, visiting those scary chat rooms and what not. Obviously there is nothing you can do to fast forward and change these perspectives towards life but wait for time to do its thing. However one thing that could surely help is summer jobs or summer camps. It is understood that it's just a month of no school and they should get a chance to relax but the point here is to relax in a healthy manner; having a wayward life-style is a big no-no for children.

Precis: Summer vacations are enjoyable to any children because they do what they want during this period. On the other hand, this period causes anxiety for children's mother. The problem is how the children's mother can control their uncontrolled children. Anyway, by summer jobs or camps children can get a chance to relax in a healthy manner, thus managing their wayward and desperate life-style. Title: The ways of spending summer vacations by school-going child.

## এবার আসুন-

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের BSC-এর অধীনে অনুষ্ঠিত সোনালি ব্যাংকের আইটি সিঃ অফিসার/অফিসার প্রশ্নের আলোকে বলা যায়

কৃষি ব্যাংকের (সিনিয়র অফিসার) লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণ হতে পারে এমন---

১। focus writing (English)

২। focus writing (বাংলা)

৩। অনুবাদ (English 2 Bangla)

৪। অনুবাদ (Bangla 2 English)

৫। অংক 3/5টা 

৬। Application/ Letter/Precis

৭। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর/ টীকা থাকতে পারে।

## মনে রাখবেনঃ

১। প্রথমে ১ ঘন্টার ১০০ নম্বরের MCQ-এর পরীক্ষার (কাট মার্কে) চান্স পেলে আপনার 'লিখিত অংশ' দেখা হয়। কাট মার্ক হচ্ছে ন্যূনতম নম্বর, সেটা ৭০+, ৬০+, ৫০+ বা, ৪০+ যে-কোনটি হতে পারে। এটা নির্ভর করে পরীক্ষক MCQ-তে কতজন টিকাবে। আর-

২। "লিখিত অংশের" প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা।

৩। আপনার পরীক্ষা প্রস্তুতি পরখ করে নিতে (www.studypress.org) ওয়েবসাইটের (কৃষি ব্যাংক সিনিয়র অফিসার "১০টি মডেল টেস্ট" দিতে পারবেন মাত্রঃ ১০০ টাকায়)। Model test দিতে পারবেন MCQ,।

৪। Written part এর জন্য থাকবে পরামর্শমূলক পোস্ট এবং Studypress ওয়েবসাইটের (Previous Job Test)-এ ব্যাংকের বিগত সালের প্রশ্নের "লিখিত অংশ" পড়ুন।

মডেল টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ 01917-77 70 21

-------------------------------------------------------

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Signup Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।