Studypress News
প্রাইমারি প্রধান শিক্ষক ২০১২ (ড্যাফোডিল)
11 Jan 2017
প্রাইমারি প্রধান শিক্ষক ২০১২ (ড্যাফোডিল)
১. ১০ বছর আগে ক-এর বয়স ছিল খ-এর বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ ৪ হয়, তাদের বর্তমানে মোট বয়স কত?
1)৪৫ বছর
2)৩৫ বছর*
3)২০ বছর
4)৫০ বছর
সমাধান:
সমাধানঃ ধরি, ক-এর বর্তমান বয়স = ৩x
খ-এর বর্তমান বয়স = ৪x
১০ বছর আগে ক-এর বয়স = (৩x -১০) বছর
১০ বছর আগে খ-এর বয়স = (৪x -১০) বছর
প্রশ্নমতে,
(৪x – ১০) = (৩x – ১০)*২
বা, ৪x – ১০ = ৬x – ২০
বা, ২x = ১০
বা, x = ৫
ক-এর বর্তমান বয়স = ৩ ×৫ =১৫
খ-এর বর্তমান বয়স = ৪x৫=২০
বর্তমানে তাদের মোট বয়স = ১৫+২০ = ৩৫ বছর
২. কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
1)
আম
2)ধান*
3)জাম
4)কাঁঠাল
একবীজপত্রী উদ্ভিদ (Monocot Plant) একক বীজপত্রধর সপুষ্পক উদ্ভিদ। অধিকাংশ একবীজপত্রী উদ্ভিদ গুল্মজাতীয় ওষুধি, ব্যতিক্রম Arecaceae গোত্র। ধান, গম, ভুট্টা, জোয়ার, বার্লি ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ।
৩. ‘হেরাল্ড ট্রিবিউন’ প্রকাশিত হয় –
1)লন্ডন থেকে
2)নিউইয়র্ক থেকে*
3)প্যারিস থেকে
4)ওয়াশিংটন থেকে
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা। পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান নিউইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের বাইরের পাঠকদের কাছে এটি আইএইচটি নামে ব্যাপকভাবে পরিচিত। পত্রিকাটি ১৮৮৭ সালে যাত্রা শুরু করে।
৪. স্থায়ী সালিশী আদালত কোথায়?
1)@@হেগে
2)প্যারিসে
3)লন্ডনে
4)জেনেভায়
নেদারল্যান্ডসের হেগে স্থায়ী সালিশী আদালত (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) অবস্থিত। হেগ’র ঐতিহ্যবাহী ‘পিস প্যালেস’ এ অবস্থিত ১১৭ সদস্যবিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থায়ী সালিশী আদালত। ১৮৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবদমান বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধান এবং সালিশ পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে এই আদালত থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়।
৫. সীমান্ত গান্ধী নামে পরিচিত –
1)রাজীব গান্ধি
2)ইন্দিরা গান্ধী
3)মহাত্মা গান্ধি
4)খান আব্দুল গাফফার*
১৮৯০ সালে তত্কলীন ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে (বর্তমানে পাকিস্তান) আবদুল গাফফার খানের জন্ম। ভারতে ব্রিটিশ শাসনবিরোধী অহিংস আন্দোলনের অন্যতম এই নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত।ফখরে আফগান বা বাদশাহ খান নামেও তিনি পরিচিত। তিনি উপলব্ধি করেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে সামাজিক কর্মকাণ্ড এবং সংস্কারই হবে বেশি উপযোগী, যার অংশ হিসেবে পরবর্তীকালে গড়ে ওঠে খোদাই খিদমতগার আন্দোলন। এই আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি। ’৪৭-এর দেশভাগের বিরোধী ছিলেন তিনি। দেশভাগের পর পাকিস্তান সরকার তাকে বেশ ক’বার গ্রেফতার করে। ১৯৮৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। ১৯৮৭ সালে প্রথম অভারতীয় হিসেবে তিনি ভারতের শ্রেষ্ঠ পুরস্কার ভারতরত্নে ভূষিত হন।
৬. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোথায় অবস্থিত?
1)ইংল্যান্ডে
2)ফ্রান্সে
3)বেলজিয়ামে*
4)অস্ট্রিয়াতে
১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে ওয়াটার লু'র যুদ্ধ সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, ব্রিটিশ সেনাবাহিনী এবং পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
৭. ৭, ১০, ১৬, ২৮, ৫২ ..................... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
1)৭৫
2)১০০*
3)১০৫
4)১৫০
সমাধানঃ
১ম পদ = ৭
২য় পদ = (১ম পদ) ৭+৩ = ১০
৩য় পদ=(২য় পদ) ১০+(৩x২)=১৬
৪র্থ পদ =১৬+(৬×২)=২৮
৫ম পদ =২৮+(১২×২)=৫২
৬ষ্ঠ পদ =৫২+(২৪×২)=৫২ + ২৮ = ১০০
৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% (বৃদ্ধি) এবং প্রস্থ ১০% (হ্রাস) করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
1)৮% হ্রাস
2)৮% বৃদ্ধি*
3)১০৮% হ্রাস
4)১০৮% বৃদ্ধি
Solution: Increase = I, Decrease = D
Net effect= I + D + (I*D)/100
= 20 + (-10) + (20*-10)/100
= 10 + -200/100 = 8 or, 8% (বৃদ্ধি)
৯. Rahim called me a coward. বাক্যের direct speech হচ্ছে-
1)@@Rahim said to me, “You are a coward.”
2)Rahim told me, “You are a coward.”
3)Rahim says to me, “You are a coward.”
4)Rahim said to me, “You were a coward.”
Indirect speech এ past “called" থাকায় direct speech এ reporting verb টি past ‘said to’ হবে এবং reporting speech টি present tense ‘are’ হবে। সুতরাং (ক) সঠিক।
১০. Synonym of the word “Mystery” is-
1)Answer
2)Enigma*
3)Solution
4)Clue
Mystery অর্থ রহস্য; এর সমার্থক Enigma বিভ্রান্তকর প্রশ্ন ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি)। Answer অর্থ উত্তর, Solution অর্থ সমাধান এবং Clue অর্থ যোগসূত্র।
পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধান পেতে লগইন করুন www.studypress.org তে
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।