Studypress News

ATEO ২০০৫

10 Jan 2017

# ম্যালিক এসিড-

1)আমলকিতে পাওয়া যায়
2)আঙুরে পাওয়া যায়
3)টমেটোতে পাওয়া যায়*
4)কমলালেবুতে পাওয়া যায়

 

# চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-

1)@@সেরিব্রাম
2)সেরিবেলাম
3)মেডুলা
4)স্পাইনাল কর্ড

# ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ-

1)ফ্যান বাতাসকে ঠান্ডা করে
2)ঠান্ডা বাতাস তৈরি করে
3)ঘাম কমিয়ে দেয়
4)শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়*

# কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রিয়ায়?

1)@@গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
2)গাঢ় সাইট্রক এসিড
3)গাঢ় নাইট্রিক এসিড
4)গাঢ় অ্যাসিটিক এসিড

# ভাইরাস একটি-

1)এককোষী জীব
2)দ্বিকোষী জীব
3)অকোষী জীব*
4)বহুকোষ জীব

# x+y=2, x2+y2=4, x3+y3এর মান নির্ণয় করুন।

1)6
2)7
3)8*
4)10

# পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩:১ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:২ হবে। তাদের বর্তমান বয়স কত?

1)পিতা ৩৯ বছর এবং পুত্র ১৩ বছর
2)পিতা ৪২ বছর এবং পুত্র ১৪ বছর
3)পিতা ৪৫ বছর এবং পুত্র ১৫ বছর*
4)পিতা ৪৮ বছর এবং পুত্র ১৬ বছর

# একজন দোকানদার ৫টি লেবু যে দামে কেনে, ৪টি লেবু সেইদামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হবে?

1)২০%
2)২৫%*
3)৩০%
4)৩৫%

# বাংলাদেশের জনগনের গড় মাথাপিছু আয়(মার্কিন ডলারে)-

1)৪৭০
2)৪৪৪
3)১৩১৪
4)১৪৬৫*

# বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

1)এস, এম, সুলতান
2)কামরুল হাসান
3)জয়নুল আবেদীন*
4)শফিউদ্দিন আহমদ

# Which sentence is correct?

1)Bread and butter are my breakfast
2)Bread and butter is my breakfast*
3)Bread and butter were my breakfast
4)Bread and butter has my breakfast.

#Choose the correct preposition:

He is devoid – commonsense.

1)@@of
2)from
3)of
4)in

# মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা-

1)বিষাদ সিন্ধু
2)জমিদার দর্পণ
3)রত্নৱতী
4)গাজী মিয়ার বস্তানী*

# বাংলা গীতি কবিতার পূর্ণবিকাশ ঘটে-

1)@@সত্যেন্দ্রনাথ দত্তের হাতে
2)কাজী নজরুল ইসলামের হাতে
3)রবীন্দ্রনাথের হাতে
4)রজনীকান্ত সেনের হাতে

পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধান পেতে লগইন করুন www.studypress.org তে।

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।