Studypress News
জিমি মোরালেসঃ কৌতুক অভিনেতা এখন রাষ্ট্রপ্রধান
29 Oct 2015

গুয়াতেমালায় গত ২৫/১০/২০১৫ (রোববার) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কৌতুক অভিনেতা ও টিভি ব্যক্তিত্ব জিমি মোরালেস ৬৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ফার্স্ট লেডি সানদ্রা তরেস পেয়েছেন ৩২ শতাংশ ভোট। দেশটির নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ৯৭ শতাংশ কেন্দ্রের ভোট গণনায় করে এই ফল পাওয়া গেছে।
দুর্নীতির কেলেঙ্কারির কারণে গত ৩ সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হন প্রেসিডেন্ট অত্তো পেরেজে। এর তিন দিন পর প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
Important News

Highlight of the week
