Studypress News

বিভিন্ন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট

10 Jan 2017

# যুক্তরাষ্ট্র:

৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প

নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

# যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে (গত ১৩ জুলাই তিনি দায়িত্ব নেন)

# চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

# চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

# ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

# জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

# দক্ষিণ কোরিয়ার নতুন প্রধান মন্ত্রী কিম বিয়োং-জুন (Kim Byong-joon)

# ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

# মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

# মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলা।

# মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ।

# শ্রীলঙ্কার ৭ম প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

# ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জেকো উইদাদো।

# তুরস্কের নতুন প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম।

# মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক।

# মালয়েশিয়ার বর্তমান রাজা পঞ্চম মুহাম্মদ (মালয়েশিয়ার ১৫তম রাজা)

# নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

# ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মাইকেল তেমার (Michel Temer)

 

 

 

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।