Studypress News
ফিরে দেখা ২০১৬: চতুর্থ পর্ব (রিপোর্ট ও সূচক)
10 Jan 2017
# বর্তমানে বিশ্বে মেগাসিটি ২৮টি। শীর্ষ মেগাসিটি টোকিও।
# মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কাতার। এই তালিকায় সবার নিচে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
# বৈশ্বিক অগ্রগতি সূচক ২০১৬: শীর্ষে নিউজিল্যান্ড, সবার নিচে ইয়েমেন। বাংলাদেশের অবস্থান ১১৪তম।
# বিশ্ব জলবায়ু পরিবর্তন সূচক ২০১৬: সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হন্ডুরাস।
# IMF এর মতে বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীন।
# সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি (৮৪০ টি ভাষা)।
# বৈদেশিক মুদ্রার রিজার্ভ: শীর্ষে চীন, দ্বিতীয় জাপান, তৃতীয় সুইজারল্যান্ড।
# গ্রিনহাউজ গ্যাস নি:সরণে শীর্ষ দেশ চীন।
# অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬: শীর্ষে হংকং, সবার নিচে উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান ১৩৭তম।
# বৈশ্বিক যুব উন্নয়ন সূচক: শীর্ষে জার্মানি, সর্বনিম্নে মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র। বাংলাদেশ ১৪৬তম।
# এডিবির মতে বাংলাদেশের মোট আয়তনের ১১.২ শতাংশ বনাঞ্চল।
# বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৬: সর্বাধিক বিনিয়োগ হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
# পোশাক রপ্তানিতে শীর্ষে চীনে, আমদানিতে যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
# সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি মালদ্বীপের। সাক্ষরতার হারেও শীর্ষে মালদ্বীপ।
# বিশ্বের শীর্ষ কার্বন নি:সরণকারী দেশ চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
# দরিদ্র জনসংখ্যায় শীর্ষদেশ ভারত, বাংলাদেশের অবস্থান অষ্টম।
বিশ্ব ঝুঁকি প্রতিবেদন ২০১৬
# প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা ক. শীর্ষ দেশ ভানুয়াতু
খ. সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ কাতার
গ. বাংলাদেশের অবস্থান পঞ্চম
# গণমাধ্যম স্বাধীনতা সূচক:
সবচেয়ে স্বাধীন: নরওয়ে
সর্বনিম্ন অবস্থান: উত্তর কোরিয়া
বাংলাদেশ: ১৩৬তম
# সামরিক শক্তি:
১. যুক্তরাষ্ট্র ২. রাশিয়া ৩. চীন ৪. ভারত ৫. যুক্তরাজ্য
১২৬টি দেশের এই তালিকায়া বাংলাদেশের অবস্থান ৫৩তম
# খাদ্য শস্য উৎপাদন
১. চীন ২. যুক্তরাষ্ট্র ৩. ভারত ৪. ব্রাজিল ৫. রাশিয়া ৬. ইন্দোনেশিয়া ৭. ফ্রান্স ৮. কানাডা ৯. ইউক্রেন
১০. বাংলাদেশ
# বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৬:
বাংলাদেশের অবস্থা:
ক. ২০১৫ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই (FDI) ২২৩ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার।
খ. বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
বৈশ্বিক শান্তি সূচক
শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড
সবচেয়ে অশান্তির দেশ: সিরিয়া
বাংলাদেশের অবস্থান ৮৩
বিশ্ব খাদ্য পরিস্থিতি ২০১৬
ক. গম, ধান, মাছ, মাংস উৎপাদনে শীর্ষ দেশ চীন।
খ. ডাল উৎপাদনে শীর্ষ দেশ ভারত।
গ. ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
ঘ. যব উৎপাদনে শীর্ষ দেশ রাশিয়া।
বৈশ্বিক মানবসম্পদ সূচক ২০১৬
শীর্ষ দেশ: ফিনল্যান্ড
সবার নিচে: মৌরিতানিয়া
বাংলাদেশের অবস্থান: ১০৪
বিশ্ব শিশু পরিস্থিতি প্রতিবেদন ২০১৬
পাঁচ বছরের কমবয়সী শিশু মৃত্যুহারে শীর্ষদেশ: অ্যাঙ্গোলা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৬
ক. শীর্ষ রপ্তানিকারক দেশ: চীন
খ. শীর্ষ আমদানিকারক দেশ: যুক্তরাষ্ট্র
গ. পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক:
শীর্ষ: ইরাক
বাংলাদেশ ২৫তম
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।