Studypress News
৩৫তম বিসিএস: উত্তীর্ণ ৫৫৩৩ জনকেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত
09 Jan 2017
৩৫তম বিসিএসে উত্তীর্ণ ৫ হাজার ৫৩৩ জনের সবাই নিয়োগ পেতে যাচ্ছেন। এজন্য সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের প্রস্তাব পাবলিক সার্ভিস কমিশনে পাঠানোর নির্দেশনা গত মাসেই দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রস্তাব পাঠানোর কাজ প্রায় শেষ। পিএসসি এসব প্রস্তাব নিয়ে কাজ করছে। গত ২৮ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় ৩৫তম বিসিএস থেকে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সরকারের শীর্ষ পর্যায় থেকেও এ বিষয়ে নির্দেশনা আগেই দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হলেও পিএসসি ২ হাজার ১৭৪ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করে গত ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করে। একই ফলে পিএসসি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডারে সুপরিশকৃত নয় এমন ৩ হাজার ৩৫৯ জনের নাম ‘নন-ক্যাডার’ পদে নিয়োগের জন্য প্রকাশ করে। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী তাদের নন-ক্যাডার পদে নিয়োগ দিতে চায় সরকার। নন-ক্যাডার পদে উত্তীর্ণদের মধ্যে কোটার বিষয়টি আরও শিথিল করার বিষয়েও চিন্তা-ভাবনা করছে সরকার।
(সকালের খবর)
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।