Studypress News

প্রাইমারি প্রধান শিক্ষক-২০১২ (বাগানবিলাস)

09 Jan 2017

১. ‘His behaviour surprised me’ বাক্যটির passive form  হবে-

 I was surprised at his behaviour

২. পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ-

 উ: ভারত

৩. ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল কত সালে?

 উ: ১৭৭০ সালে

৪. পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?

উ: গ্রান্ড খাল

৫. বাংলাদেশের গণ পরিষদ (জাতীয় পরিষদ) প্রথম স্পিকার কে ছিলেন?

উ: শাহ আবদুল হামিদ

৬. আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?

 

উ: বেরিং প্রণালী

৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

উ: লালমনিরহাট

৮. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

উ: মেঘনা

৯. পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি?

উ: ইন্দোনেশিয়া

১০. আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?

উ: ৩ বছর

১১. নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?

উ: ১৫ টি

১২. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

 উ: সাঙ্গু নদী

১৩. বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?

 উ: খন্দকার নুরুল আলম

১৪. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

উ: ৩২ তম

১৫. সুলতান মাহমুদ কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?

উ: ১৭ বার

১৬. ওয়াসফিয়া নাজরীন কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?

উ: ২৬ মে ২০১২

১৭. ২০১২ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উ: পাকিস্তান

১৮. উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?

উ: আফ্রিকা

১৯. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

উ: যশোর

২০. বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে-

 উ: বিজয়পুরে

 পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধানের জন্য লগইন করুন www.studypress.org তে।  

--------------------------------------------------------------------------------------------

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।