Studypress News

প্রধানমন্ত্রীর কার্যালয় NSI (AD) ২০১৫

09 Jan 2017

১. ২০১৫ সাহিত্যে নোবেল প্রাপ্ত অ্যালেক্সিস কোন দেশের নাগরিক?

উ: বেলারুশ*

২. ২০১৫ সালের শান্তিতে নোবেল পেয়েছেন কোন ব্যক্তি বা সংগঠন ?

উ: তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট

৩. সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি?

উ: দুর্নীতি

৪. বড়দের সম্মান করা , দানশীলতা, শ্রেমের মর্যাদা , ইত্যাদি কোন ধরণের মূল্যবোধ?

উ: সামাজিক

৫. সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে ?

উ: মিডিয়া

৬. একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবংপ্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিলেন?

উ: ১৪

৭. P হচ্ছে Q এর পিতা  কিন্তু Q , P এর ছেলে নয় । তাদের সম্পর্ক কোন ধরণের ?

উ: মেয়ে-পিতা

৮. একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?

উ: ২

৯. ‘ডিজেল ইঞ্জিন’ মোটর গাড়ীর সাথে সম্পর্ত হলে সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত

উ: কম্পিউটার

১০. আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কি হয় ?

উ: ভাই

১১. নিচের কোন সংখ্যাটি অন্য রকম?

উ: ১৬

১২. ৯,৩৬, ৮১, ১৪৪ এর পরবর্তী সংখ্যা কত ?

উ: ২২৫

১৩. ১-১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার আসে ? 

উ: ২০ বার 

১৪. P is heavier than B. R is lighter than A. P in lighter than R. Who is the heaviest?

উ: A

১৫. ১৯৯০সালের ১ ফেব্রুয়ারী যদি বৃহশ্পতিবার হয় তাহলে ১৯৯১সালে ১ ফেব্রুয়ারী দিন কি বার হবে ?

উ: বুধবার

১৬. ৯০ কোন সংখ্যা ৭৫%?

উ: ১২০

১৭. রতনের আয় অপেক্ষা বকুরে আয় ২৫% বেশি। বকুলের আয় রতনের অপেক্ষা কত % কম ?

উ: ২০%

১৮. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয় । সংখ্যাটি কত?

উ: ১৮

১৯. ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪ ... পরবর্তী সংখাটি কত?

উ: ৫৫

২০. যদি ৫:১০০, ৪:৬৪ হয় তবে ৪:৮০ , ৩: ? 

উ: ৪৮

২১. 3-3 এর মান কত?

উ: 1/27

২২. a-(1/a)=√3 হলে a2-(1/a2) এর মান কত?

উ: উত্তর হবে √21। কিন্তু অপসনে নাই ।

২৩. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে । তিনি চালের ব্যবহার শতকার কতভাগ কমালেন ?

উ: ২০%

২৪. ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয় । প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?

উ: ১৪৪

২৫. √(০.০০০০০৯)=কত?

উ: ০.০০৩

২৬. http সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়?

উ: hyper text transfer protocol

২৭. ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরী করে?

উ: এপসন, ১৯৮১

২৮. কম্পিউটারের ইন্টারনেট সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন?

উ: মডেম

২৯. GSM পূর্ণ রূপ কি?

উ: Global system for mobile communication

৩০. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে-

উ: ভিজিএ কার্ড

৩১. কম্পিউটারের স্ক্যানার কি ধরণের ডিভাইস?

উ: ইনপুট

৩২. বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে? 

উ: ব্যাংকের চেক বই

৩৩. নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম (Open Source Operating System)

উ: Ubantu

৩৪. কম্পিউটার একটি-

উ: হিসাবকারী যন্ত্র

৩৫. নবায়নযোগ্য জ্বালানি কোনটি-

উ: পরমাণু শক্তি 

৩৬. সমুদ্র স্রোতের অন্যতম কারণ?

উ: বায়ু প্রবাহের প্রভাব

৩৭. বায়ুমণ্ডলের কোন গ্যাস বেশি পাওয়া যায় ?

উ: নাইট্রোজেন

৩৮. পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয় ?

উ: আকস্মিক বন্যা

৩৯. একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে ?

উ: সুনামি

৪০. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে কোন স্তরটি ব্যয়বহুল?

উ: পূর্ব প্রস্তুতি

পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধানের জন্য লগইন করুন www.studypress.org তে।  

--------------------------------------------------------------------------------------------

 

 

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।