Studypress News

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল-২)

07 Jan 2017

১. বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে?

1)@@সেলিমা রহমান
2)খন্দকার নুরুল আলম
3)হেলাল হাফিজ
4)রফিক আজাদ

২. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?

1)চাষী নজরুল ইসলাম
2)আলমগীর কবীর
3)জহির রায়হান*
4)সুভাষ দত্ত

৩. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?

1)ধর্মপাল
2)লক্ষণ সেন
3)শশাঙ্ক*
4)ইলিয়াস শাহ্

৪. বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে?

1)আগস্ট-সেপ্টেম্বর
2)মে-জুন
3)নভেম্বর –ডিসেম্বর
4)ফেব্রুয়ারি-মার্চ

৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

1)ভোলা
2)হাতিয়া
3)কুতুবদিয়া
4)সেন্ট মার্টিন

৬. ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ী তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়ীটি তৈরি করতে পারবে?

1)

৩০ দিনে
2)৪৫ দিনে
3)৫০ দিনে*
4)৬০ দিনে

৭. 5,11,13,7,8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত?

1)6
2)7
3)8
4)9*

৮. 2x3-5x2+4=0 সমীকরণের x এর সহগ কত?

1)-5
2)0*
3)2
4)4

৯. আয়ান সাহেব একটি মোবাইল সেট P টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন?

1)100x/(100+p)
2) 100p/(100+px)
3)100/(100+p)
4)100p/(100+x)*

১০. (9x-4)/(3x-2)  - 2 =?

1)@@3^x
2)3^x+2
3)3^x-3
4)2^x

১১. একই হার মুনাফায় কোনো আসল ৭ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা-আসলে তিনগুন হবে?

1)১১
2)১২
3)১৪*
4)২১

১২. জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.50 টাকা এবং ভ্যাট 15% হলে মোট কত টাকা বিল হবে?

1)@@8.625 Taka
2)8.652 Taka
3)7.500 Taka
4)1.125 Taka

১৩. x-2, x^2-4 এবং x+2 এর গ.সা.গু নিচের কোনটি?

1)0
2)1*
3)x-2
4)x+2

১৪. (3/2)^x = 1 হলে x এর মান নিচের কোনটি?

1)@@0
2)2/3
3)1
4)3/2

১৫. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?

1)@@2
2)3
3)√3
4)4

১৬.X^2-6x+9=0 সমীকরণের মুল কয়টি?

1)@@1
2)2
3)3
4)4

১৭. একটি বৃত্তের ব্যাস r হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

1)

πr^2
2)πr^2/2
3)4πr^2//@@কোনটিই নয়

১৮. ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

1)@@২৫
2)২৬
3)২৭
4)২৯

১৯. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭:২। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

1)৩১:১৬
2)২৬:১১*
3)১৭:১২
4)২:১

২০. কোন সংখ্যার ১৫% ৫৪ হবে?

1)৩০০
2)৩৫০
3)৩৬০*
4)৩৭৫

২১. একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

1)120^0
2)60^0*
3)90^0
4)30^0

২২. কোনো ত্রিভুজের একটি বহিঃস্থকোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?

1)90^0
2)120^0
3)180^0*
4)360^0

২৩. একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সে.মি. হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত?

1)26 বর্গ সে.মি.
2)52 বর্গ সে.মি.
3)104 বর্গ সে.মি.*
4)108 বর্গ সে.মি.

২৪. এই চিত্রে y এর মান কোনটি?

1)60^0
2)100^0
3)120^0*
4)180^0

২৫. কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

1)2 সে.মি.
2)6 সে.মি.
3)14 সে.মি.*
4)12 সে.মি.

২৬. যদি f(x)=x^3+9x^2-3x-6 হয়, তবে f(-2)=কত?

1)@@28
2)-44
3)32
4)26

২৭. x+y=2, x^2+y^2 = 4 হলে, x^3+y^3 এর মান কত?

1)4
2)8*
3)12
4)16

২৮. দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দু’টি কত?

1)33 এবং 21
2)20 এবং 13
3)27 এবং 34
4)27 এবং 20*

২৯. Log5(3√5)( √5) এর মান কোনটি?

1)6/5
2)√(5/6)
3)5/6*
4)1/2

৩০. ৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত?

1)৪০০ টাকা
2)৪২০ টাকা
3)৪৪০ টাকা
4)৪৫০ টাকা*

৩১.He is proud of his ____.

1)bad blood
2)blue blood*
3)block head
4)broken reed

৩২. Verb of the word 'apology' is ___

1)apological
2)apologise*
3)apologify
4)enapology

৩৩. What is the noun form of the word 'successful'?

1)Successfully
2)Succeed
3)Success*
4)Successive

৩৪. Bad habits should be nipped in the bud. Here the underline phrase means---

1)crop up
2)to be cultivated
3)to shun
4)to be stopped in the beginning*

৩৫. Find out the antonym of 'assist'.

1)@@hinder
2)aid
3)support
4)co-operate

৩৬.Find out the correct synonym of 'defence'.

1)assault
2)resistance*
3)attack
4)raid

৩৭. Find out the correct synonym of 'occupy' .

1)@@grab
2)gain
3)receive
4)reserve

৩৮.

He worked very hard so that he could succeed in life (compound).

৪১. He insisted ___ there.

1)over going
2)on my going*
3)to go
4)is to go

৪২. "Ten to one" means _____

1)@@very uncertain
2)very likely
3)almost impossible
4)not possible at all

৪৩. The colour of her eyes ___ blue.

1)are
2)is*
3)were
4)none of the above

৪৪. He spoke as though he ____ everything.

1)@@knew
2)has known
3)had known
4)knows

৪৫. I wish I ____ a sweet song.

1)@@sang
2)shall sing
3)can sing
4)will sing

৪৬. Would that I ___ to college.

1)can go
2)shall go
3)could go*
4)might have gone

৪৭. আমি তাকে পড়তে শুনলাম।

1)I heard him to read
2)I heard him to reading
3)I have heard him reading*
4)I saw him reading

৪৮. আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।

1)@@I was to go to Manikganj
2)I am to go to Manikganj
3)I have to go to Manikganj
4)I need to go to Manikganj

৪৯. সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে।

1)It has been raining cats and dogs from morning
2)It has been raining cats and dogs since morning
3)It is raining cats and dogs since morning*
4)Rain has started cats and dogs from morning

৫০. মেয়েটি চা অপেক্ষা দুধ বেশী পছন্দ করে।

1)The girl likes milk more than tea
2)The girl prefers milk to tea*
3)The girl prefers milk than tea
4)The girl prefers tea to milk

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।