Studypress News

বিসিএস কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ডিসেম্বর ২০১৬

06 Jan 2017

# ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?

উ: পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা

# থাইল্যান্ডের নতুন রাজা কে?

উ: যুবরাজ মহা ভাজিরালংকর্ন

# মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?

উ: ব্রিটিশ টিভি সাংবাদিক ভানিয়া কেউলি।

# সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?

উ: ১২৩তম।

# এডেন শহর কোন দেশে?

উ: ইয়েমেন

# ভিক্টোরিয়া ওকাম্পো কে?

উ: আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক

# অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?

উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।

#  নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?

উ: বিল ইংলিশ।

# ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’কে বলেছেন?

উ: বব ডিলান।

#  বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন কে?

উ: পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

#  ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার?

উ: জোয়ান বায়েজ

# ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?

উ: শ্রীনাথ রাঘভন।

# মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কে?

উ: ভ্লাদিমির পুতিন।

# জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে ?

উ: দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে।

# কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে?

উ: যুক্তরাজ্য

# বিশ্ব অভিবাসন দিবস।  

উ: ১৮ ডিসেম্বর

# বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?

উ: প্রায় ২ লাখ ১৫ হাজার।

# আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?

উ: মোস্তাফিজুর রহমান।

#  দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উ: ২৮ ডিসেম্বর।

# আপটা কি?

উ: এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)

# আপটায় নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে?

উ: মঙ্গোলিয়া।

# দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র?

উ: হালদা।

# সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?

উ: জন্মান্ধ রমজান।

# আইএমএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ হবে?

উ: বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।

# বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?

উ:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।

# প্রকল্পটিতে ঋণ দেবে?

উ: রাশিয়া।

# সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?

উ: মিখাইল গর্বাভেচ।

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।