Studypress News
প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধুর দ্বিতীয় বই " কারাগারের রোজনামচা"
05 Jan 2017

বঙ্গবন্ধুর জেল জীবনের দৈনন্দিন বিবরণ বা ডায়েরির ওপর নির্ভর করে দ্বিতীয় বইটি প্রকাশিত হতে যাচ্ছে। বইয়ের নামকরণ করা হয়েছে ‘কারাগারের রোজনামচা’। শুধু বাংলায় নয় ইংরেজিতেও বইটি প্রকাশ হতে যাচ্ছে। দুটি সংস্করণই প্রকাশ করবে বাংলা একাডেমি। তবে প্রথমে প্রকাশ হবে বাংলা সংস্করণটি। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর শুরুতেই বইটি প্রকাশ হবে বলে জানা গেছে।
‘কারাগারের রোজনামচা’ বইটি প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে একটি সম্পাদনা পর্ষদ কাজ করছে। তারিখ দিয়ে ডায়েরির মতো লিখা বলে বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা ‘কারাগারের রোজনামচা’ নামটি প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই বইয়ের সম্পাদনার সঙ্গে যুক্ত সবারই নামটি পছন্দ হয়। কারণ, নামটি শ্রুতিমধুর এবং কারা-সাহিত্য হিসেবে খুবই উপযোগী।
বাংলা একাডেমির পক্ষ থেকে গবেষণা সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ বইটি নিয়ে কাজ করছে। ‘কারাগারের রোজনামচা’র ইংরেজি অনুবাদ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। আরেকটি সূত্র জানায়, ‘কারাগারের রোজনামচা’ বইটি হবে ৩০০-৩৫০ পৃষ্ঠার।
‘কারাগারের রোজনামচা’ বইয়ের সূচনার কোটেশনে বঙ্গবন্ধু লিখেছেন- ‘থালা বাটি কম্বল/জেলখানার সম্বল’। বইয়ের নানা অংশে ‘বন্দুক দফা’, ‘পাগল দফা’, ‘চৌকি দফা’, ‘জলঘড়ি দফা’, ‘শয়তানের কল’, ‘মুচি খাতা’, ‘কেসটাকোল’, ‘রাইটার দফা’ ইত্যাদি অংশে বঙ্গবন্ধুর আকর্ষণীয় লেখনী শক্তি এবং বর্ণনায় বিধৃত।
এর আগে ২০১২ সালে প্রথম তার লিখা " অসমাপ্ত আত্মজীবনী" প্রকাশিত হয়।
Important News

Highlight of the week
