Studypress News

Karmasangstan Bank 2015 Question (Written)

05 Jan 2017

1. Madonna 43 কি?   একটি চিত্রকর্ম

2. Statue of Peace কোন শহরে অবস্থিত?  জাপানের নাগাসাকি

3. BIMSTEC এর এর পুর্নরুপ কি? Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation

4. বিশ্বকাপ এ বাংলাদেশ প্রথম কাকে হারায়? Scotland

5. মুজিবনগর এর অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী

6. একটা ছিদ্রায়িত রাষ্ট্রের নাম লিখ ? ইতালি

7. BRICS এর দক্ষিন আমেরিকার দেশ কোনটি? ব্রাজিল

8. PRSP এর পুর্নরুপ কি? Poverty Reduction Strategy Papers

9. মুক্তিযুদ্ধের সময় 'চরমপত্র' কার কন্ঠে রচিত? এম আর আক্তার মুকুলের কন্ঠে 

10. G-8 এর সর্বশেষ দেশ কোনটি? রাশিয়া

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।