Studypress News

বিশ্বের প্রথম 'আদিবাসী অলিম্পিক' অনুষ্ঠিত

28 Oct 2015

ব্রাজিলের পালমাসের আমাজন শহরে সারা বিশ্বের আদিবাসী জাতিগোষ্ঠী থেকে প্রতিযোগী নিয়ে শুরু হল বিশ্বের প্রথম আদিবাসী অলিম্পিক। ২০ টিরও বেশি দেশ থেকে ক্রীড়াবিদ  নিয়ে অলিম্পিক শুরু হয়েছে ২৩ অক্টোবর যা চলবে পহেলা নভেম্বর পর্যন্ত। 

এই ব্রাজিল কিছু রিও মঞ্চস্থ হচ্ছে, আগামী বছরের গ্রীষ্মকালীন অলিম্পিকে একটি কম কী সংস্করণ হিসেবে বর্ণনা করে তা থেকে গন্ধ প্রদান, বিদেশী তার বার্ষিক আদিবাসী গেম খোলা হয়েছে যে প্রথম বছর.

তীর নিক্ষেপ, কুস্তি, সাঁতার ও দৌড় প্রতিযোগিতাসহ মোট ১০ধরনের প্রতিযোগিতায় খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। আগামীবছর ব্রাজিলের রাজধানী রিওডিজেনিরিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক পূর্বে ব্রাজিল এই প্রতিযোগিতার আয়োজন করল।