Studypress News

হাইতির নতুন প্রেসিডেন্ট জোভেনাল মোইজ

04 Jan 2017

২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী জোভেনাল মোইজকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।

     -জোভেনাল মোইজ নির্বাচনে ৫৫.৬ শতাংশ ভোট পেয়েছেন। 

     -তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জুড সিলিস্টান। তিনি পেয়েছেন ১৯.৫ শতাংশ ভোট। 


# কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ২০১০ সালে  প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতি।

# গেল অক্টোবরে ২০১৬ সালে দেশটিতে হ্যারিকেন ম্যাথিউয়ের আঘাতে ১ হাজারেরও বেশি মানুষ মারা যান।

# দেশটিতে এখনো লাখো মানুষ তাঁবু টানিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। সেখানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ায় প্রায় ১০ হাজার মানুষ মারা যান।

## একনজরে হাইতিঃ

------------------------

হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র।

দেশটির রাজধানী ও বৃহত্তম শহরঃ পোর্ট-অ-প্রিন্স

এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র। 

ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকী অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত। 

১৮০৪ সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। 

এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল। হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি ঔপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে।