Studypress News

বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলা ভাষা ও সাহিত্য (ভাষার অপপ্রয়োগ)

03 Jan 2017

ভাষার অপপ্রয়োগ বিসিএস পরীক্ষার সিলেবাসের একটি সম্পূর্ণ নতুন সংযুক্তি। একটু চেষ্টা করলেই এখান থেকে আসা প্রশ্নগুলোর সহজে উত্তর করা যাবে।

 

বাংলা ভাষার বয়স প্রায় চৌদ্দশ' বছর। এ দীর্ঘ সময়ে বাংলা ভাষায় সর্বদা সংযুক্ত হয়েছে নতুন নতুন উপাদান। আমাদের ভাষাভাণ্ডারে যুক্ত হয়েছে নানা বিদেশি ভাষা। আরবি, ফার্সি, পর্তুগিজ, ইংরেজি প্রভৃতি ভাষা থেকে আমরা গ্রহণ করেছি অনেক শব্দ। বাংলা ভাষায় আছে তৎসম বা সংস্কৃত শব্দের বিপুল ব্যবহার। বিভিন্ন ভাষার উপাদানে গঠিত বাংলা ভাষায় তাই সর্বদা লক্ষ করা যায় এক ধরনের সংকর চারিত্র্য। বানান, উচ্চারণ- এসব ক্ষেত্রে বিভিন্নতা তো লেগেই আছে, আর এসব নিয়ে পণ্ডিতদের মধ্যেও আছে নানা বিতর্ক। সেই বিতর্কের মাত্রা এমন যে, কখনো কখনো প্রয়োগ-অপপ্রয়োগ নিয়ে কথা বলাও রীতিমতো ভাবনার বিষয় হয়ে ওঠে।

 

প্রয়োগ : শব্দের শুদ্ধ বা ঠিক ব্যবহারের নাম প্রয়োগ ।
 

অপপ্রয়োগ : যে সকল শব্দ ভুল কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি তার নামই অপপ্রয়োগ।

 

নিম্নে কিছু অপপ্রয়োগের দৃষ্টান্ত তুলে ধরা হলো :

 

ইদানীংকালেঃ ‘ইদানীং' অর্থ বর্তমানকাল। অর্থাৎ "ইদানীং' শব্দের সাথে কালযুক্ত আছে। ইদানীংকাল’ লিখলে বাহুল্যজনিত অপপ্রয়োগ হবে । অতএব লিখতে হবে ইদানীং ।

 

প্রেক্ষিতঃ পরিপ্রেক্ষিত অর্থে বাংলা ভাষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় 'প্রেক্ষিত' শব্দটি। তবে এটা ভুল প্রয়োগ। 'প্রেক্ষিত' শব্দ এসেছে 'প্রেক্ষণ' থেকে। 'প্রেক্ষণ' বিশেষ্য পদ, যার অর্থ দৃষ্টি। এ থেকে তৈরি হয়েছে বিশেষণ পদ 'প্রেক্ষিত' (উচ্চারণ 'প্রেকখিতো') যার অর্থ দর্শিত বা যা দেখা হয়েছে। অর্থাৎ 'প্রেক্ষিত' শব্দের সঙ্গে দৃষ্টি/দেখা/দর্শিত এসব অর্থ জড়িত আছে। কিন্তু এই অর্থকে পাল্টে দিয়ে অধিকাংশ লেখক 'প্রেক্ষিত' শব্দ ব্যবহার করেন।

 

অশ্রুসজলঃ চোখের পানি অর্থে ব্যাবহৃত অপপ্রয়োগ। অশ্রু মানে হল চোখের জল। তাই এর সাথে জল যুক্ত থাকলে শব্দটির অর্থ হয় চোখের জল জল । সুতরাং অশ্রুজল শব্দটির ব্যবহার অপপ্রয়োগ । অতএব এর প্রয়োগ হবে অশ্রু/চোখের জল ।


 

সাম্প্রতিককালঃ‘সাম্প্রতিক' বা ‘সমপ্রতির’ মধ্যে কাল নিহিত আছে। তাই "সাম্প্রতিককাল’ ব্যবহার করা অপপ্রয়োগ । অতএব শব্দটির প্রয়োগ হবে "সাম্প্রতিক/সম্প্রতি’।


 

অজ্ঞানতাঃ ‘অজ্ঞতা’ অর্থে অজ্ঞানতার ব্যবহার অশুদ্ধ। কেননা ‘অজ্ঞানতা' অর্থ জ্ঞানশূন্যতা তাই জ্ঞানশূন্যতা অর্থে অজ্ঞানতার প্রয়োগ শুদ্ধ ।

 

অপোগণ্ডঃ অপোগণ্ড শব্দের অর্থ "নাবালক’ বা অপ্রাপ্ত বয়স্ক বালক । এজন্য অপদার্থ, অকর্মণ্য অর্থে শব্দটির প্রয়োগ অশুদ্ধ ।

 

আয়ত্তাধীনঃ ‘‘আয়ত্ত' শব্দের অর্থই 'অধীন' এজন্য 'আয়ত্ত' শব্দের সাথে "অধীন’ যোগ করলে বাহুল্যজনিত অপপ্রয়োগ হবে । সুতরাং এর শুদ্ধ প্রয়োগ হবে “আয়ত্ত' অথবা "অধীন’ ।

 

ফরাসীয়– “ফরাসি’ শব্দের অর্থই ফরাসি দেশীয় । তাই 'ফরাসি’ শব্দের সাথে ঈয় প্রত্যয় যোগ করলে অপপ্রয়োগ হবে । তেমনি রুশীয়, মার্কিনীয় ইত্যাদি ব্যবহার একই রকম অপপ্রয়োগ ।

 

আঙ্গিকঃ আঙ্গিক শব্দটির অর্থ অঙ্গ সমন্ধীয়। কিন্তু আজকাল অনেকেই কলা-কৌশল বলতে “আঙ্গিক’ ব্যবহার করছে। ফলে শব্দটির অপপ্রয়োগ ঘটছে।
সমতুল্য— ‘সম’ শব্দের অর্থ তুল্য, সমান এবং ‘তুল্য' শব্দের অর্থ সদৃশ সমান, ন্যায়, অনুরূপ ইত্যাদি। অর্থাৎ ‘সম’ এবং ‘তুল্য’ দুটি শব্দই একই অর্থ প্রদান করে । সুতরাং ‘সম’ এবং তুল্য এক শব্দ হিসেবে ব্যবহার করলে অপপ্রয়োগ হবে । অতএব ‘সম’ অথবা ‘তুল্য' লিখতে হবে।



 

আমরা বাক্যে কিছু অপপ্রয়োগ দেখিঃ

 

অপপ্রয়োগ : ঘটনা তার কাছে বর্ণনা হয়েছে।
প্রয়োগ : ঘটনা তার কাছে বর্ণিত হয়েছে।


 

অপপ্রয়োগ : ২০২৫ সালে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ হবে।
প্রয়োগ : ২০২৫ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে।


 

অপপ্রয়োগ : বাংলাদেশে সংস্কৃত চর্চার তীর্থক্ষেত্র।
প্রয়োগ : বাংলাদেশ সংস্কৃতি চর্চার তীর্থক্ষেত্র।


 

অপপ্রয়োগঃ অনাথিনী মেয়েটি গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে সাহায্য প্রার্থনা করছে।
প্রয়োগঃ অনাথা মেয়েটি গ্রামবাসীর দ্বারে-দ্বারে গিয়ে সাহায্য প্রার্থনা করছে।


 

অপপ্রয়োগ : নারীটি সিংহিনী মূর্তিতে আবির্ভূত হয়েছে।
 

প্রয়োগ : নারীটি সিংহী মূর্তিতে আবির্ভূত হয়েছে।
 


 

এভাবে নিয়মিত ও বিশদভাবে ভাষার অপপ্রয়োগ পড়তে লগ ইন করুন studypress.org তে।

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।