Studypress News
সহকারী শিক্ষা অফিসার - ২০০৯ / ATEO - 2009
02 Jan 2017
১. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পোনা মাছ ধরা নিষেধ?
উত্তরঃ ২৩ সেমি
২. কোন বিষয়ের সাথে কম্পিউটার সম্পৃক্ত?
উত্তরঃ ই-মেইল
৩. সৌরশক্তি হচ্ছে-
উত্তরঃ নবায়নযোগ্য শক্তি
৪. আমিষের সহজলভ্য উৎস হলো-
উত্তরঃ সামুদ্রিক মাছ
৫. সবুজ উদ্ভিদ আলোক সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড
৬. x-y=2 এবং xy=3 হলে x+y এর মান কত-
উত্তরঃ ±4
৭. কোনো দোকানদার ২৬০ কেজি চালের ৩/৫ অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল চার ভাগে ভাগ করে রেখে দিল । প্রতি ভাগে কত কেজি চাল রাখল?
উত্তরঃ ২৬ কেজি
৮. ভূ-পৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কারণ-
উত্তরঃ সেখানে বায়ুর চাপ কম
৯. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোথায় কাজ/চাকরি করতেন?
উত্তরঃ নৌ-বাহিনী
১০. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সাতক্ষীরায়
১১. Select word/words to fill in the gap : "Museums, ___ art of various kinds, attract most visitors".
উত্তরঃ feature
১২. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
উত্তরঃ ৫৮
১৩. চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো অসমান হলে ঐ চতুর্ভুজকে কি বলে?
উত্তরঃ সামান্তরিক
১৪. ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৭২° এবং ৫২° হলে অপর কোণটির পরিমাণ
উত্তরঃ ৫৬°
১৫. ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম
১৭. থিওরি অব রিলেটিভিটি এর উদ্ভাবক কে?
উত্তরঃ আলবার্ট আইনস্টাইন
১৮. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
উত্তরঃ কারক
১৯. বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
২০. হুতোমী গদ্যের লেখকের নাম-
উত্তরঃ কালী প্রসন্ন সিংহ
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।