Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স: ডিসেম্বর ২০১৬

02 Jan 2017

১ ডিসেম্বর

# বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।

# বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ এফএএসটি।

# ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন।

২ ডিসেম্বর

# যুক্তরাষ্ট্রের বাজারে জিনস রপ্তানিতে বাংলাদেশের অবস্থান চীন ও মেক্সিকোর পরেই।

# দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পোশাক জিনস।

# একাত্তরের মুক্তিযুদ্ধকালে আঁকা পোস্টারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাববিস্তারী, সবচেয়ে প্রতিনিধিত্বশীল ও সবচেয়ে শিল্পোৎকর্ষমণ্ডিত ছিল কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার মুখাবয়বের ব্যঙ্গচিত্র, যাতে পরিস্ফুটিত হয়েছিল ওই চরিত্রের হিংস্র ও দানবীয় রূপ। পোস্টারটির ওপরে লেখা ছিল ‘এই জানোয়ারদের’ আর নিচে ছিল ‘হত্যা করতে হবে’ শব্দগুচ্ছ।

# লুই আই কানের আঁকা জাতীয় সংসদ ভবনের মূল নকশা পেয়েছে বাংলাদেশ।

# থাইল্যান্ডের রাজা হলেন যুবরাজ মহা ভাজিরালংকর্ন (৬৪)।

# রাখাইন রাজ্যের জন্য মিয়ানমারের সরকার গঠিত নয় সদস্যের কমিশনের প্রধান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

৩ ডিসেম্বর

# পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনে সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষ ১০–এ স্থান পাওয়া বিশ্বের ২৫টি পরিবেশবান্ধব শিল্প স্থাপনার মধ্যে আছে বাংলাদেশের সাতটি তৈরি পোশাক কারখানা।

# ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন ‘ম্যাড ডগ’ হিসেবে পরিচিত জেনারেল জেমস ম্যাটিস। 

# বিশ্বের ধনী মানুষের দেশগুলোর তালিকায় শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের। সবচেয়ে বেশি গরিব থাকে ভারতে। গরীব মানুষের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ।

# ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

৪ ডিসেম্বর

# পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয়।

# যুক্তরাষ্ট্রের প্রায় চার দশক ধরে চলা রেওয়াজ ভেঙেছেন ডোনাল্ড ট্রাম্প। হুব প্রেসিডেন্ট ট্রাম্প তাইওয়ানের নেতা সাই ইয়ং-ওয়েনের সাথে ফোনালাপ করেছেন।

# রোহিঙ্গাদের নির্মূল করা হচ্ছে: মালয়েশিয়ার অভিযোগ।

# পাকিস্তানকে হারিয়ে নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে ভারত। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ছয় দলের আসরটিতে চতুর্থ হয় বাংলাদেশ।

৫ ডিসেম্বর

# মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক ব্রিটিশ টিভি সাংবাদিক ভানিয়া কেউলি। মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ পরবর্তীতে কে ফোর্সের অধিনায়ক ছিলেন।

# পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পে অক্টোবর ২০১৬ পর্যন্ত ১১ হাজার ৬১৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 # ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে মারা যান উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

# জয়পুরহাট জেলার জামালগঞ্জ খনিতে কয়লার মজুত প্রায় ৫৫০ কোটি টন।

 # দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত পাঁচটি কয়লাখনি- বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া, খালাশপীর ও জামালগঞ্জ।

# সান্তিয়াগো শহরের সান্তা ইফিগেনিয়া সমাধিক্ষেত্রে কিউবার ঊনবিংশ শতাব্দীর বিপ্লবের নায়ক হোসে মার্তির সমাধির পাশে সমাহিত করা হয় মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভস্মাধার।

৬ ডিসেম্বর

# ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম (৬৮) গতকাঅল সোমবার মারা গেছেন।

# জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া দিয়ে বাংলাদেশ ১৬ বছরে ৬ হাজার ৮৫৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা আয় করেছে।

#নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি গতকাল সোমবার ব্যক্তিগত কারণে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 # যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, ফেসবুকের কারণে এবার তাঁর জয় হয়েছে। তিনি টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লেখেন ‘ধন্যবাদ ফেসবুক’।

 # ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি গতকাল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটিতে সংবিধান সংস্কার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। তিনি আগেই জানিয়েছেন, এমন ফলাফল হলে পদ ছেড়ে দিবেন।

 # ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের গণহত্যাবিরোধী কনভেনশন বা চুক্তিতে বলা আছে কোনো জাতি বা ধর্মীয় সম্প্রদায়কে অংশত বা সম্পূর্ণ ধ্বংসের জন্য গৃহীত ব্যবস্থা ‘গণহত্যা’ বা ‘জেনোসাইড’ নামে পরিচিত হবে।

৭ ডিসেম্বর

# নেদারল্যান্ডসের হেগে ১৬ বছর বয়সী পরিবেশকর্মী কেহকাশান বসুর হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শিশুদের অধিকার উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর কোনো শিশুকে পুরস্কারটি দেওয়া হয়। বাঙালি বাবামায়ের সন্তান কেহকাশানের জন্ম সংযুক্ত আরব আমিরাতে।

# সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের ৩০ মার্চ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

# ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ তাঁর সমাজতন্ত্রী সরকারের প্রধান হিসেবে বেরনাদ ক্যাজনভের নাম ঘোষণা করেছেন।

# যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প পাশ্চাত্যসহ বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের সই করা পরমাণু চুক্তির কোনো ক্ষতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

# নির্বাচনী প্রচারণার সময় ইরানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। ঐতিহাসিক ঐ চুক্তির আওতায় ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপিত দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

# আইএলওর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন শুরু। বৈষম্য কমানোর ওপর জোর। এ অঞ্চলের প্রতি ১০ জনের ১ জন শ্রমিক দারিদ্রসীমার নিচে বাস করেন।

# প্রায় ৫০ কোটি লাইক নিয়ে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পেজ ‘ফেসবুক ফর এভরি ফোন’।

# মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়ন থেকে রক্ষা পেতে এ পর্যন্ত প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

১১ ডিসেম্বর

# সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ‘এনাবলিং ট্রেড ইনডেক্স (ইটিআই)’ নামের সূচকটি তৈরি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন। ২০১৬ সালের এ সূচকে ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম।

# আনোয়ার পাশার উপন্যাস রাইফেল রোটি আওরাত।

ক) আনোয়ার পাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন।

খ) মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত।

গ) উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহীন।

# স্প্যানিশ গৃহযুদ্ধ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ের লেখা ফর হোম দ্য বেল টোলস।

# সিরিয়ার রাকা শহরটি পুনর্দখলে সহাতয়তা করতে আরও ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র।

# ট্রাম্পের জয়ে আছে রাশিয়ার ভূমিকা: সিআইএর গোপন প্রতিবেদন। হ্যাকিং তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। ওবামা আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন। এর আগেই তিনি ওই তদন্ত প্রতিবেদন চেয়ে নির্দেশ দিয়েছেন।

# ইয়েমেন এডেন শহরের একটি ঘাঁটিতে গতকাল শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

# আইএলওর ১৬তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন। বালি ঘোষণা: শোভন কাজের মাধ্যমে বৈষম্য কমানো হবে।

১২ ডিসেম্বর

# দেশের প্রথম ৪০০ কেভি (৪ লাখ ভোল্ট) ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন আজ চালু হচ্ছে। হবিগঞ্জের বিবিয়ানা থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত ১৬৮ কিলোমিটার দীর্ঘ এ লাইন নির্মাণ করেছে পিজিসিবি।

# মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনারে ভূষিত করা হয়েছে।

# সিরিয়ার সরকারি বাহিনী প্রাচীন পালমিরা নগর থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের হটিয়ে দেওয়ার দাবি করার পরপরই আবারও তা দখলে নেওয়ার দাবি করেছে জঙ্গিরা।

# এ বছর জাতীয় পর্যায়ে সেরা মূল্য সংযোজন কর (মূসক) পুরস্কার পেল নয়টি প্রতিষ্ঠান।

# বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, একসময় কোনো শুল্ক ব্যবস্থা থাকবে না। তখন আয়কর ও মূসক থেকেই সব রাজস্ব আদায় করতে হবে।

১৩ ডিসেম্বর

# আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)। ১ হাজার ৪৪৬ বছর আগে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছিলেন।

# আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক ভিক্টোরিয়া ওকাম্পো। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভিক্টোরিয়া ওকাম্পোর বয়স ছিল ৮১ বছর। বয়সের ভারে দুর্বল হলেও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

# সেনা, নৌ ও বিমান-এই তিন বাহিনীর প্রধান পদে চাকরির সর্বোচ্চ মেয়াদ চার বছর করা হচ্ছে।

# অভিবাসী ও শরণার্থীদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ঢাকায় শেষ হলো অভিবাসন নিয়ে বিশ্বের বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।

#  নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশ গতকাল সোমবার শপথ নিয়েছেন।

# দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের জরুরি বৈঠক আহ্বান করেছে মিয়ানমার।

# ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’: বব ডিলান।

# চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

১৫ ডিসেম্বর

# ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের ওপর নৃশংস সশস্ত্র আক্রমণ নিয়ে জোয়ান বায়েজ লিখেছিলেন ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গান। গানটির গীতিকার ও সুরকার ছিলেন জোয়ান বায়েজ নিজেই।

# ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক শ্রীনাথ রাঘভন।

# মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এতে এক নম্বরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। পর পর চার বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোর্বস এর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান পেলেন।

# মুক্তির গান প্রামাণ্যচিত্রটির নির্মাতা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।

 ক. ছবির মূল দৃশ্যগুলো ক্যামেরায় ধরেছিলেন তরুণ মার্কিন বিজ্ঞাপন নির্মাতা লিয়ার লেভিন।

 খ. ২০১২ সালে বাংলাদেশ সরকার লিয়ার লেভিনকে দেয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।

# যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জড়িত ছিলেন।

# প্রায় এক যুগ পর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে জাপান সফরে গেলেন ভ্লাদিমির পুতিন।

ক. জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে।

খ. এই দ্বীপপুঞ্জকেন্দ্রিক বিরোধের কারণে রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে কখনোই শান্তিচুক্তি করেনি।

# ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে ১২ দেশের ট্রান্স-আটলান্টিক পার্টনারশিপের (টিপিপি)ভবিষ্যত হুমকির মুখে পড়েছে।

# ইয়াহুর ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে স্বীকার করেছে ইয়াহুর মূল প্রতিষ্ঠান ভেরিজোন।

১৭ ডিসেম্বর

# বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে। এই পদ্ধতিতে দুই নারী এবং একজন পুরুষের ডিএনএ নিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়। এর মাধ্যমে জিনগত অসুখে আক্রান্ত নারীরাও সুস্থ সন্তান পেতে পারেন।

# রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ ওবামার।

১৮ ডিসেম্বর

# ১৮ ডিসেম্বর: বিশ্ব অভিবাসন দিবস।  

# আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার।

# সিন্ধু নদের পানি নিয়ে ভারতের সঙ্গে করা চুক্তির কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

# রোহিঙ্গা নির্যাতন ঠেকাতে উদাসীন সু চি: জাতিসংঘ।

১৯ ডিসেম্বর

# যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী সরকারি সফলে ঢাকায় পৌঁছেছেন।

# ভারতের নতুন সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্ট দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে সেনাপ্রধান করার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

# কথিত হারাকা আল-ইয়াকিনের হামলার পর মিয়ানমারের আরাকান রাজ্যে সেনা তৎপরতা জোরদার করা হয়।

২০ ডিসেম্বর

# বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ২ লাখ ১৫ হাজার।

# তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল সোমবার বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন সে দেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ। রুশ কর্তৃপক্ষ ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে।

# ফ্রান্সের অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লার্গাদ দোষী সাব্যস্ত হয়েছেন।

২১ ডিসেম্বর

# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিয়েছেন ইলেকটোরাল কলেজের সদস্যরা।

# দেশের ৪৩% তরুণ নিষ্ক্রিয়: আইএলওর প্রতিবেদন। ১৫ থেকে ২৪ বছর বয়সী এ তরুণেরা শিক্ষায় নেই, প্রশিক্ষণ নিচ্ছেন না, চাকরিতেও যোগ দিতে পারেননি।

# ফ্রান্সের নিস শহরের কায়দায় বার্লিনে ট্রাক হামলা। নিহত ১২, আহত ৫০।

২২ ডিসেম্বর

# অর্থনৈতিক শক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে ভারত। ভারত এখন যুক্তরাজ্যকে সরিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।

২৩ ডিসেম্বর

# আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন মোস্তাফিজুর রহমান।

২৪ ডিসেম্বর

# আলেপ্পোয় পুরো নিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনীর।

২৫ ডিসেম্বর

# ভারতে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ।

# নাইজেরিয়ার সেনাবাহিনী সে দেশের গভীর জঙ্গলে সামাবিসা অরণ্যে বোকো হারামকে পরাস্ত করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।

২৬ ডিসেম্বর

# কৃষ্ণসাগরে রুশ সামরিক বিমান বিধ্বস্ত। ৯২ আরোহীর কেউ বেঁচে নেই।

# ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন।

# এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সঙ্গে নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া। ফলে আপটার সঙ্গে যুক্ত থাকা দেশের সংখ্যা এখন ৭।

# ২০০৪ সালের ২৬ ডিসেম্বর রিখটার স্কেলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভারত মহাসাগরের আশপাশের দেশগুলোয় আঘাত হানে সুনামি।

# সরকারি হিসাবে মাত্র ৩৭ হাজার রোহিঙ্গা শরণার্থী তালিকাভুক্ত হলেও ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে বলে বেসরকারি সূত্রগুলো জানাচ্ছে।

# ১৯৭৫ সালে ১০০ টাকার নোট লেনদেন বন্ধ করে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। তখন ১০০ টাকার নোটই ছিল বাংলাদেশের সর্বোচ্চ মু্দ্রা। ওই সময় অর্থমন্ত্রী ছিলেন এ আর মল্লিক।

# ঢাকার বায়ুতুর রউফ মসজিদের স্থাপত্য নকশার জন্য স্থপতি মেরিনা তাবাসসুম এ বছর আগা খান স্থাপত্য পুরস্কার পান।

# ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম।

# দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র: হালদা।

# সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ জন্মান্ধ রমজান।

# কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৩৮৮ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

# দেশের ৪৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাল মিরপুরে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন টুর্নামেন্টের ফাইনালে কিরগিজস্তানকে হারিয়েছে তারা। বাংলাদেশ ম্যাচ জেতে ৩-০ সেটে।  

# বাংলাদেশের সঙ্গে সীমান্তে ইটের দেয়াল নির্মাণের একটি প্রস্তাব তোলা হয়েছে মিয়ানমারে।

# জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ।

# শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির উদ্দেশে গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ১২৩ সদস্যের একটি দল।

# রোমানিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হতে যাওয়া সেভিল শাইদেহ’র মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস।

# বিলুপ্তির পথে এগোচ্ছে চিতা। মুক্ত অরণ্যে চিতার সংখ্যা বর্তমানে ৭ হাজার ১০০টি।

# বাংলাদেশের জ্বালানি মিশ্রণে সৌর জ্বালানির অংশ খুব কম তথা ২ শতাংশের নিচে।

# এক হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানির ৯০ শতাংশ হবে আমদানি করা।

# আইএমএফের তথ্য অনুযায়ী,

ক. ২০১৬ সালে বাংলাদেশ বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।

খ. বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ২০৩০ সালে বাংলাদেশের স্থান হবে ২৯তম

গ. ২০৫০ সালে হবে ২৩তম।

# ২০১৫-৫০ সময়কালে যে তিনটি দেশের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৫ শতাংশের ওপরে থাকবে, বাংলাদেশ তার অন্যতম।

# বিশ্বব্যাংক ও এডিবির ঋণের সুবিধা: স্বল্পোন্ন তালিকায় থাকা দেশ স্বল্প সুদে ‘সফট লোন’ পায়।

# বাংলাদেশের সবচেয়ে খরুচে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঋণ দেবে রাশিয়া।

# সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাভেচ।

# ২০১৬ সালের শেষ দিকের উল্লেখযোগ্য ঘটনা:

ক. মার্কিন নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরির অভিযোগ

খ.  সিরিয়ার সরকারি বাহিনী ও দেশটির সরকারের বিদেশি মিত্রদের বাহিনী আলেপ্পোয় বিদ্রোহীদের কোণঠাসা করার খবর

গ.  রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত

ঘ. মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্যচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণায় এই চুক্তিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তির অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়েছে।

২৭ ডিসেম্বর

# ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন।

# এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সঙ্গে নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া। ফলে আপটার সঙ্গে যুক্ত থাকা দেশের সংখ্যা এখন ৭।

# ২০০৪ সালের ২৬ ডিসেম্বর রিখটার স্কেলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভারত মহাসাগরের আশপাশের দেশগুলোয় আঘাত হানে সুনামি।

# সরকারি হিসাবে মাত্র ৩৭ হাজার রোহিঙ্গা শরণার্থী তালিকাভুক্ত হলেও ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে বলে বেসরকারি সূত্রগুলো জানাচ্ছে।

# ১৯৭৫ সালে ১০০ টাকার নোট লেনদেন বন্ধ করে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। তখন ১০০ টাকার নোটই ছিল বাংলাদেশের সর্বোচ্চ মু্দ্রা। ওই সময় অর্থমন্ত্রী ছিলেন এ আর মল্লিক।

# ঢাকার বায়ুতুর রউফ মসজিদের স্থাপত্য নকশার জন্য স্থপতি মেরিনা তাবাসসুম এ বছর আগা খান স্থাপত্য পুরস্কার পান।

# ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম।

# দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র: হালদা।

# সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ জন্মান্ধ রমজান।

# কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৩৮৮ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৮ ডিসেম্বর

# দেশের ৪৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাল মিরপুরে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন টুর্নামেন্টের ফাইনালে কিরগিজস্তানকে হারিয়েছে তারা। বাংলাদেশ ম্যাচ জেতে ৩-০ সেটে।  

 

# বাংলাদেশের সঙ্গে সীমান্তে ইটের দেয়াল নির্মাণের একটি প্রস্তাব তোলা হয়েছে মিয়ানমারে।

# জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ।

# শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির উদ্দেশে গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ১২৩ সদস্যের একটি দল।

# রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস।

# রোমানিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হতে যাওয়া সেভিল শাইদেহ’র মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস।

# বিলুপ্তির পথে এগোচ্ছে চিতা। মুক্ত অরণ্যে চিতার সংখ্যা বর্তমানে ৭ হাজার ১০০টি।

# বাংলাদেশের জ্বালানি মিশ্রণে সৌর জ্বালানির অংশ খুব কম তথা ২ শতাংশের নিচে।

# এক হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানির ৯০ শতাংশ হবে আমদানি করা।

 ২৯ ডিসেম্বর

# আইএমএফের তথ্য অনুযায়ী,

ক. ২০১৬ সালে বাংলাদেশ বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।

খ. বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ২০৩০ সালে বাংলাদেশের স্থান হবে ২৯তম

গ. ২০৫০ সালে হবে ২৩তম।

# ২০১৫-৫০ সময়কালে যে তিনটি দেশের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৫ শতাংশের ওপরে থাকবে, বাংলাদেশ তার অন্যতম।

# বিশ্বব্যাংক ও এডিবির ঋণের সুবিধা: স্বল্পোন্ন তালিকায় থাকা দেশ স্বল্প সুদে ‘সফট লোন’ পায়।

# বাংলাদেশের সবচেয়ে খরুচে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঋণ দেবে রাশিয়া।

# সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাভেচ।

# ২০১৬ সালের শেষ দিকের উল্লেখযোগ্য ঘটনা:

ক. মার্কিন নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরির অভিযোগ

খ.  সিরিয়ার সরকারি বাহিনী ও দেশটির সরকারের বিদেশি মিত্রদের বাহিনী আলেপ্পোয় বিদ্রোহীদের কোণঠাসা করার খবর

গ.  রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত

ঘ. মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্যচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণায় এই চুক্তিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তির অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়েছে।

৩০ ডিসেম্বর

# মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়ে নিরাপত্তা পরিষদের কাছে সভাপতিকে খোলা চিঠি দিয়েছেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের ২৩ বিশিষ্টজন।

# রোহিঙ্গা নির্যাতন: রাখাইনের উগ্র তরুণদের নিয়ে নাডালা নামের বেসরকারি বাহিনী গঠন করা হয়েছে যেহেতু আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

# আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভারত ভ্রমণে ইচ্ছুক বাবা-মায়ের সঙ্গে ১৮ বছরের কম বয়সী শিশুদের ভ্রমণ ভিসার জন্য ই-টোকেন লাগবে না।

# অনেক গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণক হবে।

# বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় বিশেষ দূত পাঠাচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।

# কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া সিরিয়াগামী রুশ সামরিক বিমানে কোনো বিস্ফোরণ হয়নি। যন্ত্রপাতি অস্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

# লিডি উইথ অ্যান আরমিন: লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। প্রায় ২০০ কোটি ইউরো দামে একজনের ব্যক্তিগত সংগ্রহ থেকে এটি কিনে নেবে পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রণালয়।

# সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত সরকার ও বিদ্রোহীরা।

# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ: রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের।

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।