Studypress News
উপজেলা শিক্ষা অফিসার-২০১০ / TEO - 2010
01 Jan 2017
১. পঁচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড
২. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্নী নির্গত হয়?
উত্তরঃ গামা রশ্মি
৩. পিতল হচ্ছে-
উত্তরঃ তামা ও দস্তার সংকর
৪. নাইট্রোজেরন সমৃদ্ধ জৈবসার কোনটি?
উত্তরঃ সরিষার খৈল
৫. বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
উত্তরঃ ২১%
৬. নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়-
উত্তরঃ ২৯ ডিসেম্বর ২০০৮
৭. ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
৮. PRPS হচ্ছে-
উত্তরঃ দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
৯. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া
১০. আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না’-এ উক্তিটি করেন-
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১১. ২০১৫-১৬ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর মোট ব্যয় ধরা হয়-
উত্তরঃ ৯৭,০০০ কোটি টাকা
১২. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
উত্তরঃ এলিসি প্রাসাদ
১৩. I knew him. (Make it passive voice)-
উত্তরঃ He was known to me
১৪. মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে
উত্তরঃ স্ট্রোক
১৫. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?
উত্তরঃ ৫২০
১৬. একটি জিনিস ২৫ টাকা বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মুল্য কত?
উত্তরঃ ২০ টাকা
১৭. একটি সমবাহু ত্রিভূজের বাহুর দৈঘ্যক এক হলে তার মধ্যমের দৈঘ্য কত হবে।
উত্তরঃ √3/2 ক একক
১৮. Which is the correct spelling?
উত্তরঃ Obnoxious
১৯. NEC stands for—
উত্তরঃ National Economic council
২০. Which one is the imperative sentence?
উত্তরঃ sit down
সমাধান সহ সবগুলো প্রশ্ন একসাথে পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন studypress.org তে।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।