Studypress News

ফিরে দেখা ২০১৬: তৃতীয় পর্ব (খেলাধুলা)

30 Dec 2016

# রিও অলিম্পিক ২০১৬

ব্রাজিলের রিও’তে ৫ আগস্ট শুরু হয় অলিম্পিকের ৩১তম আসর।

ক. রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণ জেতেন বাংলাদেশ বংশোদ্ভূত রুশ নাগরিক মার্গারিতা মামুন।

খ. টানা তিন অলিম্পিকেই স্বর্ণ জিতে অনন্য রেকর্ড গড়েন জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট।

 গ. অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণপদকধারী মাইকেল ফেলপস। ফেলপস মোট ২৮টি অলিম্পিক পদক জিতেছেন যার মধ্যে ২৩টি স্বর্ণ।

এসএ গেমস

# ভারতের গুয়াহাটিতে ৫ ফেব্রুয়ারি শুরু হয় এসএ গেমসের ১২তম আসর।

ক্রিকেট

# বাংলাদেশ-আফগানিস্তান ওডিআই সিরিজের শেষ ম্যাচ জিতে ওডিআই ক্রিকেটে নিজেদের ১০০তম জয় পায় বাংলাদেশ।

# ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ। প্রথম টেস্ট ২২ রানে জিতে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ১০৮ রানে জিতে বাংলাদেশ। দুই ম্যাচের অভিষেক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েন মেহেদী হাসান মিরাজ।

# আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মোস্তাফিজুর রহমান।

# ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হয় এশিয়া কাপ ক্রিকেট। শিরোপা জেতে ভারত, বাংলাদেশ রানার্সআপ।

# টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন তামিম ইকবাল।

# একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে একই ভেন্যুতে ১০০ উইকেট নেন সাকিব আল হাসান।

# প্রথম বাংলাদেশি হিসেবে ওডিআই ক্রিকেটে ৫ হাজার রান করেন তামিম ইকবাল।

# টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করেন তিনি।

# ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রান করে তারা।

# টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান করে তারা।

# আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, রানার্সআপ ভারত, তৃতীয় হয় স্বাগতিক বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

# রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের শিরোপা জেতে ঢাকা ডায়নামাইটস।

# ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলের শিরোপা জেতে হায়দরাবাদ।

# আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় হন মোস্তাফিজুর রহমান।

# আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের শশাঙ্ক মনোহর।

 # টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, রানার্সআপ ইংল্যান্ড, সর্বোচ্চ রান তামিম ইকবালের।

ফুটবল:

# ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকট জাবিভকা।

# ফিফার নবম সভাপতি নির্বাচিত হন জিয়ান্নি ইনফান্তিনো।

# ইউরো ফুটবল ২০১৬: স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল।

# কোপা আমেরিকা ২০১৬: আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চিলি।

# এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

# চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

পরলোকে

# শতাব্দীর সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী ৩ জুন মারা যান।

# ১৬ আগস্ট মারা যান ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ

# ১১ আগস্ট মারা যান পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার হানিফ মোহাম্মদ।

# ২৪ মার্চ মারা যান নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ।

 # ৩১ অক্টোবর মারা যান বিশ্বকাপ ট্রফির ডিজাইনার সিলভিও গাজ্জানিগা।

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।