Studypress News
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-১৭: ইউনিট-বি১ (সাধারণ জ্ঞান)
30 Dec 2016
১. জহির রায়হান লিখিত গ্রন্থ-হাজার বছর ধরে
২. সিটি অব কালচার বলা হয়-প্যারিস
৩. বিশ্বের সর্বাধিক সংখ্যক পুস্তকের লাইব্রেরি-লাইব্রেরি অব কংগ্রেস
৪. হোমার কোন ভাষার কবি-গ্রিক
৫. একাত্তরের দিনগুলি স্মৃতিকথার লেখক: জাহানারা ইমাম
৬. ২০১৬ সালের বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ৩য় ম্যাচের বিজয়টি বাংলাদেশের কততম ওয়ানডে জয়-১০০তম
৭. সম্মেলনের শহর-জেনেভা
৮. অসমাপ্ত আত্মজীবনীর লেখক: শেখ মুজিবুর রহমান
৯. রিও অলিম্পিকে গলফ খেলায় প্রতিনিধিত্বকারী বাংলাদেশি খেলোয়াড়-সিদ্দিকুর রহমান
১০. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা-কাজী নজরুল ইসলাম
১১. ২০১৬ সালে উইম্বলডন টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন-অ্যান্ডি মারে
১২. জাতিসংঘের প্রথম মহাসচিব-টিগভি লি
১৩. মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা-ইসরাইল
১৪. উয়ারি বটেশ্বর কি-প্রাচীন জনপদ
১৫. ব্রাহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা-রাজা রামমোহন রায়
১৬. ২০১৬ সালে শান্তিতে নোবেলজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোস কোন দেশের নাগরিক-কলম্বিয়া
১৭. গেটিসবার্গ ভাষণ কে দিয়েছেন-আব্রাহাম লিংকন
১৮. বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকার এর স্থান কোনটি-তৃতীয়
১৯. রিপাবলিকান গ্রন্থের লেখক-প্লেটো
২০. ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমা চিহ্ণিতকরণ রেখাকে নির্দেশ করে-আফগানিস্তান ও পাকিস্তান
২২. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়-ধানকন্যা
২৩. ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে রচিত প্রথম কবিতার কবি কে-মহাবুব উল আলম চৌধুরী
২৪. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ-ইরাক
২৫.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন-১৯৬৯
২৬. ‘তমুদ্দিন মজলিশ’ সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়-অধ্যাপক আবুল কাসেম
২৭. কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়-১৯১১ সালে
২৮. উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন-সাহিত্য
২৯. ‘বিদ্রোহ’ বাংলাদেশের কোন বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম-জয়নুল আবেদীন
৩০. ‘প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ পুরস্কার কোন বিষয়ের জন্য দেয়া হয়-নারীর ক্ষমতায়ন
--------------------------------------------------------
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।