Studypress News

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-১৭: ইউনিট-বি১ (সাধারণ জ্ঞান)

30 Dec 2016

১. জহির রায়হান লিখিত গ্রন্থ-হাজার বছর ধরে

২. সিটি অব কালচার বলা হয়-প্যারিস

৩. বিশ্বের সর্বাধিক সংখ্যক পুস্তকের লাইব্রেরি-লাইব্রেরি অব কংগ্রেস

৪. হোমার কোন ভাষার কবি-গ্রিক

৫. একাত্তরের দিনগুলি স্মৃতিকথার লেখক: জাহানারা ইমাম

৬. ২০১৬ সালের বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ৩য় ম্যাচের বিজয়টি বাংলাদেশের কততম ওয়ানডে জয়-১০০তম

৭. সম্মেলনের শহর-জেনেভা

৮. অসমাপ্ত আত্মজীবনীর লেখক: শেখ মুজিবুর রহমান

৯. রিও অলিম্পিকে গলফ খেলায় প্রতিনিধিত্বকারী বাংলাদেশি খেলোয়াড়-সিদ্দিকুর রহমান

১০. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা-কাজী নজরুল ইসলাম

১১. ২০১৬ সালে উইম্বলডন টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন-অ্যান্ডি মারে

১২. জাতিসংঘের প্রথম মহাসচিব-টিগভি লি

১৩. মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা-ইসরাইল

১৪. উয়ারি বটেশ্বর কি-প্রাচীন জনপদ

১৫. ব্রাহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা-রাজা রামমোহন রায়

১৬. ২০১৬ সালে শান্তিতে নোবেলজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোস কোন দেশের নাগরিক-কলম্বিয়া

১৭. গেটিসবার্গ ভাষণ কে দিয়েছেন-আব্রাহাম লিংকন

১৮. বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকার এর স্থান কোনটি-তৃতীয়

১৯. রিপাবলিকান গ্রন্থের লেখক-প্লেটো

২০. ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমা চিহ্ণিতকরণ রেখাকে নির্দেশ করে-আফগানিস্তান ও পাকিস্তান

২২. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়-ধানকন্যা

২৩. ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে রচিত প্রথম কবিতার কবি কে-মহাবুব উল আলম চৌধুরী

২৪. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ-ইরাক

২৫.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন-১৯৬৯

২৬. ‘তমুদ্দিন মজলিশ’ সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়-অধ্যাপক আবুল কাসেম

২৭. কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়-১৯১১ সালে

২৮. উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন-সাহিত্য

২৯. ‘বিদ্রোহ’ বাংলাদেশের কোন বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম-জয়নুল আবেদীন

৩০. ‘প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ পুরস্কার কোন বিষয়ের জন্য দেয়া হয়-নারীর ক্ষমতায়ন

--------------------------------------------------------

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।