Studypress News
NBR সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ ২০১২: প্রশ্ন ও সমাধান
30 Dec 2016
NBR সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ ২০১২: প্রশ্ন ও সমাধান
# x-y=2 এবং xy=3 হলে x+y এর মান?
1)4
2)-4
3)±4 (Ans)
4)±16
# john is as cunning as_________
1)lion
2)fox(Ans)
3)hare
4)tiger
# মীর মশাররফ হোসেনের জন্মস্থান
1)লাহিনীপাড়া(Ans)
2)দেলদুয়ার
3)পদমদি
4)কুসুমপুর
# ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা—
1)ব্রজবুলি
2)জগাখিচুড়ি
3)সন্ধ্যাভাষা
4)বঙ্গ-কামরুপী(Ans)
# শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিস্কর্তা
1)হরপ্রসাদ শাস্ত্রী
2)বড়ু চণ্ডীদাস
3)বসন্তরঞ্জন রায় বিদ্ববল্লভ(Ans)
4)সুকুমার সেন
# দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান—
1)নোয়াখালী
2)চট্টগ্রাম(Ans)
3)আরাকান
4)ফরিদপুর
# কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়—
1)১৯৩৫ সালে
2)১৯৩৬ সালে(Ans)
3)১৯৩৭ সালে
4)১৯৩৯ সালে
# কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয়—
1)১৯১৪ সালে
2)১৯১৭ সালে
3)১৯২৩ সালে(Ans)
4)১৯৩০ সালে
#‘বেনের মেয়ে’ উপন্যাসের রচয়িতা—
1)হরপ্রসাদ শাস্ত্রী(Ans)
2)জসীম উদদীন
3)রমেশ চন্দ্র দত্ত
4)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
# ‘ঠকচাচা’ চরিত্রটি কোন গ্রন্থভুক্ত?
1)আনোয়ারা
2)আলালের ঘরের দুলাল(Ans)
3)চাচা কাহিনী
4)নদীবক্ষে
# ‘রাম গড়ুরের ছানা’ বলতে কী বোঝায়?
1)বোকা
2)গোমরামুখো লোক(Ans)
3)গোয়ার প্রকৃতির
4)প্রসন্ন প্রকৃতি
# এক প্রয়াসে উচ্চারিতধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে-
1)শব্দ
2)বর্ণ
3)বাক্য
4)অক্ষর(Ans)
#‘আহবায়ক’ শব্দের প্রমিত উচ্চারণ—
1)আওভায়োক(Ans)
2)আওভায়েক
3)আহব বায়োক
4)আহোববায়োক
#‘তন্ডুল’ শদের অর্থ-
1)রুটি
2)চাল(Ans)
3)আটা
4)চুলা
# ‘বাবা’ শব্দের উৎস ভাষা—
1)ফারসি
2)আরবি
3)তুর্কি(Ans)
4)পর্তুগিজ
#উনসত্তরের গণ অভ্যুত্থানের উপন্যাস—
1)সংশপ্তক
2)অনেক সূর্যের আশা
3)চিলে কোঠার সেপাই(Ans)
4)সূর্য সবুজ রক্ত
#মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
1)জলাঙ্গী(Ans)
2)বিধ্বস্ত রোদের ঢেউ
3)খোয়াবনামা
4)কৃতদাসের হাসি
# মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ একটি-
1)পত্রকাব্য
2)কাহিনীকাব্য(Ans)
3)মহাকাব্য
4)খন্ড কবিতার সংকলন
#‘মেঘ বলে চৈত্রে যাব’ কাব্যগ্রন্থের কবি---
1)সিকান্দার আবু জাফর
2)আহসান হাবীব(Ans)
3)শামসুর রাহমান
4)শহীদ কাদরী
#‘নবান্ন’ নাটক লিখেছেন----
1)সৈয়দ ওয়ালীউল্লাহ
2)অমৃতলাল বসু
3)নূরুল বসু
4)বিজন ভট্টাচার্য(Ans)
#কোনটি ‘বিটপী’ শব্দের সমার্থক নয়?
1)পাদপ
2)দ্রুম
3)তৃণ(Ans)
4)তরু
# ‘শুধু বিঘে দুই ছিল মোর ভুই’ এখানে ‘ভুই’ কোন কারকে কোন বিভক্তি?
1)কর্মে ৭মী
2)করনে শূন্য
3)কর্মে শূন্য(Ans)
4)অধিকরনে ৭মী
# নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
1)সাপ্তাহিক বিজলীতে(Ans)
2)মাসিক মোসলেম ভারতে
3)দৈনিক ছোলটানে
4)দৈনিক নবযুগে
#‘সাপের খোলস’ এককথায় প্রকাশ—
1)নির্মোক(Ans)
2)কৃত্তি
3)অজিন
4)করব
#নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
1)রাজা
2)চির কুমার সভা
3)দুই বোন(Ans)
4)তাসের দেশ
# ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম?
1)হুমায়ূন আহমেদ
2)শহীদুল জহির
3)সোমেন চন্দ(Ans)
4)হাসান আজিজুল হক
#‘আমার সোনার বাংলা’ রবীন্দ্র সঙ্গীতের প্রথম কত পঙতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত?
1)৬
2)৮
3)১০(Ans)
4)১২
# Which one is present perfect tense?
1)I am reading
2)I have read(Ans)
3)I read
4)I have been reading
# ‘Proclaim’ means:
1)pronounce
2)declare
3)announce(Ans)
4)circulate
#Fill in the gap:
“He is good _______ fishing”
1)in
2)about
3)at(Ans)
4)on
#“We discussed the hazardous journey ahead of us?”
Here ‘hazardous’ means:
1)enjoyable
2)approaching
3)dangerous(Ans)
4)Comfortasble
#‘Camouflage’ means:
1)disguise(Ans)
2)difficult
3)heavy
4)dangerous
#Which one is different from the rest?
1)Horse
2)Tree(Ans)
3)Dog
4)Lion
#What is the antonym of ‘cowardice’?
1)Speed
2)Sun
3)Bravery(Ans)
4)Speech
#What is the synonym of ‘bold’?
1)Brave(Ans)
2)Hard
3)Sunny
4)Mild
#Which one is masculine gender?
1)Cow
2)Bitch
3)Ox(Ans)
4)Nun
#Which one is famine in gender?
1)Colt
2)Hart
3)Friar
4)Nun(Ans)
# Which one is in singular number?
1)Phenomena
2)Criterion(Ans)
3)Oases
4)Ultimata
#Which one is in plural number?
1)School
2)Oxen(Ans)
3)Leaf
4)Mathematics
#“De facto” means:
1)de jure
2)two friends
3)in fact(Ans)
4)surely
#The word ‘independence’ is:
1)a verb
2)a noun(Ans)
3)a preposition
4)an adjective
#The phrase ‘At a stretch’ means:
1)irregularly
2)without break(Ans)
3)decaying
4)long way
# “I called for his explanation.” Here call for means:
1)demand(Ans)
2)want
3)expect
4)hope
#The word ‘posterity’ means :
1)later generation(Ans)
2)prosperity
3)present time
4)past days
#What is the noun form of ‘stupid’?
1)Stupidity(Ans)
2)Idiot
3)Stupendous
4)Stupefy
#Fill in the gap:
“He was accused _______ theft.”
1)for
2)with
3)of(Ans)
4)from
#The word ‘respond’ is:
1)an adjective
2)a verb(Ans)
3)a noun
4)an adverb
#Which is the correct spelling?
1)comitment
2)commitmant
3)commitment(Ans)
4)committment
#The word ‘Genocide’ means:
1)mass grave
2)mass gathering
3)mass killing(Ans)
4)mass attendance
#Which one is connected to complain?
1)Dodge
2)Hodge
3)Lodge(Ans)
4)Grudge
# “White colour job” means:
1)a job without any work
2)a job with much hardship
3)a thankless job
4)a job without manual labour(Ans)
# √২, ০.৯ এবং ১১/১০ কে মানের ঊর্ধক্রমানুসারে সাজালে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে?
1)√২, ১১/১০ ,০.৯
2)০.৯,√২, ১১/১০
3)১১/১০, ০.৯,√২
4)০.৯,১১/১০ , √২(Ans)
#দুটি ভগ্নাংশের যোগফল ৭০ এবং বড় ভগ্নাংশটি ৩৮(৭/১৯) হলে ছোট ভগ্নাংশটি কত হবে?
1)৩১(১২/১৯)(Ans)
2)৩২(১২/১৯)
3)৩০(১২/১৯)
4)৩৩(৭/১৯)
#১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতী নিচের কোনটি হবে?
1)১০০
2)২০০(Ans)
3)৩০০
4)৪০০
#দুটি সংখ্যার গুনফল ১৫৩৬.সংখ্যা দুটির ল সা গু ৯৬ হলে গসাগু কত?
1)২৪
2)৩২
3)১২
4)১৬ (Ans)
# কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে-
1)১৬
2)১৪
3)১২(Ans)
4)১০
# কোনও ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হবে-
1)১১
2)১০(Ans)
3)৯
4)১২
#একটি রাশি ওপর রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত?
1)২০:২৫
2)১৬:২৫(Ans)
3)১৫:২৫
4)২৫:৩০
# তিনটি ক্রমিক সংখ্যার গুনফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
1)২০
2)১৫
3)১৪
4)১২(Ans)
#১৬০ টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
1)১৪০ টাকা
2)১৩৬ টাকা(Ans)
3)১৩৫ টাকা
4)১৩০ টাকা
#এক খন্ড জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট হলে, ঐ জমির ক্ষেত্রফল কত হবে?
1)১ কাঠা
2)১০ কাঠা(Ans)
3)৭.২ কাঠা
4)৭২ কাঠা
# কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে?
1)1
2)2(Ans)
3)3
4)4
# x^2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত?
1)30
2)-30
3)-60(Ans)
4)5
# যদি a+b=√3 হয় এবং b = a-2√3 হয় তবে a/b এর মান কত?
1)-3(Ans)
2)3
3)√3/2
4)3-√3
# 3x+2 = 81 হলে 3x-2 এর মান কত হবে?
1)3
2)2
3)0
4)1 (Ans)
# √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
1)মূলদ সংখ্যা
2)অমূলদ সংখ্যা(Ans)
3)জটিল সংখ্যা
4)বাস্তব সংখ্যা
# যদি p ও qদুটি অযুগ্ন সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ন সংখ্যা হবে?
1)p+q(Ans)
2)p+q+1
3)pq
4)pq+2
#xyকে দুটি বর্গের অন্তরফল রুপে প্রকাশ করলে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে?
1) (x+y)2/2 – (x-y)2/2
2)(x-y)2/2 - (x+y)2/2
3){(x+y)/2}2–{(x-y)/2}2(Ans)
4)(x+y)2 - (x-y)2
#6a^2-a-15 এর উৎপাদক নিচের কোনটি হবে?
1)2a+3(Ans)
2)2a-3
3)3a+5
4)2a-3
#একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:১:২ হলে, ত্রিভুজটি হবে-
1)সূক্ষ্মকোনী ত্রিভুজ
2)সমকোনী ত্রিভুজ(Ans)
3)স্থুলকোনী ত্রিভুজ
4)সমবাহু ত্রিভুজ
# ৫৫° কোণের সম্পূরক কোণের পরিমাপ হবে-
1)৩৫°
2)১৩৫°
3)৩০৫°
4)১২৫°(Ans)
# কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে এবং অপর দুটী বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে-
1)রম্বস
2)সামন্তরিক
3)ট্রাপিজিয়াম(Ans)
4)আয়তক্ষেত্র
# ABC একটি ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে এবং ঐ ত্রিভুজটির
--------------------------------------------------------
---------------------------------------------------------
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।