Studypress News
যুক্তরাজ্যে ৫৬তম নির্বাচন অনুষ্ঠিত
10 May 2015
২০১৫ সালের ৭ মে যুক্তরাজ্যে ৫৬ তম আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে ৬৫০ আসনের মধ্যে ৩১৬ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে ডেভিড ক্যামেরনের কনজার্ভেটিভ পার্টি। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি জয়ী হয়েছে ২৩৯ টি আসনে। কনজারভেটিভ পার্টি , লেবার পার্টি , লিবারেল ডেমোক্রেটিক পার্টি , এসএনপি , প্লেইড সিমরু , ইউকিপ পার্টি , গ্রীন পার্টি ও অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করে।