Studypress News
ইসরায়েলের প্রেসিডেন্ট নির্বাচনে রিভলিন জয়ী
30 Jun 2014
২০১৪ সালের জুন মাসে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিউভেন রিভলিন। দেশটির পার্লামেন্ট নেসেটে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটগ্রহণে রিভলিন ৬৩ শতাংশ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী হাতনুয়াহ পার্টির সদস্য মেইর শেৎরিত পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। নেসেটের ১২০ জন সদস্য ভোট দেন। ৭৩ বছর বয়সি সাবেক স্পিকার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য রিভলিন ১০তম প্রেসিডেন্ট হিসেবে শিমন পেরেজের স্থলাভিষিক্ত হন।