Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ২৯ ডিসেম্বর, ২০১৬

29 Dec 2016

# আইএমএফের তথ্য অনুযায়ী,

ক. ২০১৬ সালে বাংলাদেশ বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।

খ. বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ২০৩০ সালে বাংলাদেশের স্থান হবে ২৯তম

গ. ২০৫০ সালে হবে ২৩তম।

# ২০১৫-৫০ সময়কালে যে তিনটি দেশের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৫ শতাংশের ওপরে থাকবে, বাংলাদেশ তার অন্যতম।

# বিশ্বব্যাংক ও এডিবির ঋণের সুবিধা: স্বল্পোন্ন তালিকায় থাকা দেশ স্বল্প সুদে ‘সফট লোন’ পায়।

# বাংলাদেশের সবচেয়ে খরুচে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঋণ দেবে রাশিয়া।

# সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাভেচ।

# ২০১৬ সালের শেষ দিকের উল্লেখযোগ্য ঘটনা:

ক. মার্কিন নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরির অভিযোগ

খ.  সিরিয়ার সরকারি বাহিনী ও দেশটির সরকারের বিদেশি মিত্রদের বাহিনী আলেপ্পোয় বিদ্রোহীদের কোণঠাসা করার খবর

গ.  রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত

ঘ. মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্যচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণায় এই চুক্তিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তির অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়েছে।