Studypress News

ফিরে দেখা ২০১৬: দ্বিতীয় পর্ব (পুরস্কার)

29 Dec 2016

নোবেল পুরস্কার ২০১৬:

১। চিকিৎসাবিজ্ঞানে- জাপানের ইউশিনোরি ওশুমি

# অটোফাজি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ওসুমিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

২। পদার্থ বিজ্ঞানে-তিন ব্রিটিশ বিজ্ঞানী

i) ব্রিটেনের ডেভিড জে থাওলেস

ii) ডানকান হ্যালডেন

iii) মাইকেল কোস্টারলিৎজ।

# তত্ত্বের মাধ্যমে পদার্থের টপোলজিক্যাল অবস্থার সন্ধান দিয়েছেন। তাঁদের এই গবেষণার ফলে ইলেক্ট্রনিকসে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে।

৩। রসায়নে-

i) ফ্রান্সের জ‌্যঁ পিয়েরে সোভাজ

ii) যুক্তরাজ‌্যের ফ্রেজার স্টুডার্ট 

iii) নেদারল‌্যান্ডসের বার্নার্ড এল. ফেরিঙ্গা

# মলিকিউলার মেশিন বা ন‌্যানোমেশিন উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পেয়েছেন।

৪। শান্তিতে-কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস

# ফার্ক গেরিলাদের সাথে কলম্বিয়া সরকারের করা ঐতিহাসিক ‘ফার্ক শান্তিচুক্তি’র জন্য।

৫। অর্থনীতিতে- 

i) অলিভার হার্ট (ব্রিটিশ বংশোদ্ভূত)

ii) বেঙ্গিত হমস্ট্রম (ফিনল্যান্ড)

কন্ট্রাক্ট থিউরিতে অবদানের জন্য এই দুই অর্থনীতিবিদকে নোবেল দেয়া হয়।  

৬। সাহিত্যে- বব ডিলান (যুক্তরাজ্য)

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গানের ধারায় নতুন কাব্যিকতা তৈরির জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়("for having created new poetic expressions within the great American song tradition".)

অন্যান্য:

# ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

# ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন: প্রধানমন্ত্রীপুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

# একুশে পদক ২০১৬ পেয়েছেন ১৬ জন। 

# ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেন ১৫ জন ব্যক্তি ও নৌবাহিনী।

# বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন ১৬ জন।

# কমনওয়েলথ যুব পুরস্কার ২০১৬ লাভ করেন সওগাত নাজবিন খান (ময়মনসিংহ)।

# যুক্তরাজ্যের সম্মানজনক মরণোত্তর 'ফাউন্ডারস অ্যাওয়ার্ড' (Founders Award) পেলেন কলকাতার মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মানবতাবাদী মাদার তেরেসা।

# ডাবলিন সাহিত্য পুরস্কার-২০১৬ জিতেছেন অখিল শর্মা। ফ্যামিলি লাইফ উপন্যাসের জন্য এই পুরস্কার জেতেন তিনি। 

# আজারবাইজানের অনুসন্ধানী সাংবাদিক খাদিজা ইসমাইলোভা ২০১৬ সালের ইউনেস্কো বিশ্ব মুক্ত সাংবাদিকতা পুরস্কার  (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) জিতেছেন।


# অস্কার ২০১৬: সেরা চলচ্চিত্র স্পটলাইট, সেরা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও

# ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন পল বিটি (যুক্তরাষ্ট্র), The Sellout উপন্যাসের জন্য।

# ২০১৬ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন হান কাং (দক্ষিণ কোরিয়া, The Vegetarian উপন্যাসের জন্য)।  

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
 

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
 

-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
 

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
 

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।