Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ২৭-২৮ ডিসেম্বর, ২০১৬

29 Dec 2016

# দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উ: ২৮ ডিসেম্বর, ২০১৬।

# আপটা কি?

উ: এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট।

# আপটায় যুক্ত হচ্ছে কোন দেশ?

উ: মঙ্গোলিয়া।

# আপটটার সঙ্গে যুক্ত থাকা দেশের সংখ্যা?

উ: ৭।

# কবে বাংলাদেশে ১০০ টাকার নোট লেনদেন বন্ধ করা হয়েছিল?

উ: ১৯৭৫ সালে।

# সৈয়দ শামসুল হকের জন্ম কোন জেলায়?
উ: কুড়িগ্রামে।

# দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র?

উ: হালদা।

# সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?

উ: জন্মান্ধ রমজান।

# বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টের শিরোপা জেতে?

উ: বাংলাদেশ।

# রোমানিয়ার প্রেসিডেন্ট?

উ: ক্লাউস ইউহানিস।