Studypress News

৩৮তম বিসিএস প্রিলি কোর্স: প্রথম পাঁচ দিনের সিলেবাস

28 Dec 2016

১ম দিন:

# বাংলা সাহিত্যের যুগ

# Right forms of verb 1

# অর্থনৈতিক সমীক্ষা-২০১৬

# ভূগোল - বাংলাদেশ,  রাজধানী

 ২য় দিন:

# প্রাচীন যুগ ও চর্যাপদ ১

# Right forms of verb 2

#  জাতীয় বাজেট ২০১৬-২০১৭

# সংখ্যা

৩য় ক্লাস

# প্রাচীন যুগ ও চর্যাপদ ২

# Preposition 1

# ব্রিটিশ শাসনামল

# রাজনীতি

৪র্থ দিন:

# বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

# Preposition 2

# পাকিস্তান আমল

# নৈতিকতা

# ল.সা.গু ও গ.সা.গু

৫ম ক্লাস:

# কাজী নজরুল ইসলাম

# Preposition 3

# মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

# কম্পিউটারের ইতিহাস ১

# শক্তির উৎস ও ব্যবহার ১

  • যে দিন যে বিষয়ের ক্লাস থাকবে পরের দিন সেই বিষয়ের ওপর মডেল টেস্ট নেয়া হবে।
  • গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ওপর জোর দেয়া হবে।
  • আগের বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন অনুশীলনের সুযোগ থাকছে।

যেমন: সমাস থেকে বিভিন্ন বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন:

 

 

#   লাঠালাঠি শব্দটির সমাস ? 

বিসিএস ১৭তম

·   (A)  দ্বন্ধ

·   (B)  বহুব্রীহি

·   (C)  কর্মধারয়

·   (D)  তৎপুরুষ

 

#   “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

বিসিএস ৩৭ তম

·   (A)  বিস্ময় দ্বারা আপন্ন

·   (B)  বিস্ময়ে আপন্ন

·   (C)  বিশ্ময়কে আপন্ন

·   (D)  বিস্ময়ে যে আপন্ন

 

# 2.  ‘জলে-স্থলে’ কী সমাস?

বিসিএস ৩৭ তম

·   (A)  সমার্থক দ্বন্দ্ব

·   (B)  বিপরীতার্থক দ্বন্দ্ব

·   (C)  অলুক দ্বন্দ্ব

·   (D)  একশেষ দ্বন্দ্ব

 

#   3.  বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

বিসিএস ৩৬ তম

·   (A)  জনশ্রুতি

·   (B)  অনমনীয়

·   (C)  খাসমহল

·   (D)  তপোবন

 

# .  ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরন?

বিসিএস ৩৫ তম

·   (A)  দিগু

·   (B)  দ্বন্দ্ব

·   (C)  কর্মধারয়

·   (D)  বহুব্রীহি

 

·  16.  সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?

বিসিএস ৩১তম

·   (A)  বহুব্রীহি

·   (B)  কর্মধারয়

·   (C)  দ্বিগু

·   (D)  অব্যয়ীভাব

 

·  137.  সমাস ভাষাকে কী করে?

বিসিএস ২৯তম

·   (A)  সংক্ষেপ করে

·   (B)  বিস্তৃত করে

·   (C)  অর্থপূর্ণ করে

·   (D)  অর্থের রূপান্তর করে

 

·   138.  জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ?

বিসিএস ৩০তম

·   (A)  মধ্যপদলোপী কর্মধারয়

·   (B)  ষষ্ঠী তৎপুরুষ

·   (C)  পঞ্চমী তৎপুরুষ

·   (D)  উপমান কর্মধারয়

 

·  139.  প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়.............

বিসিএস ২৭তম

·   (A)  উপমিত

·   (B)  উপমান

·   (C)  উপমেয়

·   (D)  রূপক

 

·  141.  চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-

বিসিএস ২৫তম

·   (A)  চাঁদ মুখে ন্যায়

·   (B)  চাঁদের মত মুখ

·   (C)  চাঁদমুখ যার

·   (D)  চাঁদ রূপ মুখ

 

·   142.  যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-

বিসিএস ২৫তম

·   (A)  দ্বন্দ্ব সমাস

·   (B)  রূপক সমাস

·   (C)  বহুব্রীহি সমাস

·   (D)  দ্বিগু সমাস

 

·  143.  যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

বিসিএস ২৩তম

·   (A)  দ্বন্দ্ব সমাস

·   (B)  অব্যয়ীভাব সমাস

·   (C)  কর্মধারয় সমাস

·   (D)  নিত্য সমাস

 

·  144.  'লাঠালাঠি'- এটি কোন সমাস?

বিসিএস ২৬তম

·   (A)  প্রাদিসমাস

·   (B)  ব্যাতিহার বহূব্রীহি সমাস

·   (C)  তৎপুরুষ সমাস

·   (D)  কর্মধারয় সমাস

 

152.  সমাস ভাষাকে -

বিসিএস ১১তম

·   (A)  সংক্ষেপ করে

·   (B)  বিস্তৃত করে

·   (C)  ভাষারুপ ক্ষুন্ন করে

·   (D)  অর্থবোধক করে

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।