Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১১-১৫ ডিসেম্বর, ২০১৬

28 Dec 2016

# সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উ: ১৩৬টি দেশের মধ্যে ১২৩তম।

# রাইফেল রোটি আওরাত কার লেখা?
উ: আনোয়ার পাশার।

# উপন্যাসটির নায়ক?

উ: সুদীপ্ত শাহীন।

# স্প্যানিশ গৃহযুদ্ধ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ের লেখা উপন্যাস?
উ: ফর হোম দ্য বেল টোলস।

# রাকা শহর অবস্থিত?
উ: সিরিয়ায়

# বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, একসময় কোনো .....থাকবে না।

উ: শুল্ক ব্যবস্থা

# ভিক্টোরিয়া ওকাম্পো কে?
উ: আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক।

# অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।

# নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?
উ: বিল ইংলিশ।

# এ বছর ব্যালন ডি’অর জিতেছেন কে?
উ: ক্রিশ্চিয়ানো রোনালদো।

# 'দ্য স্টোরি অব বাংলাদেশ’গানটি কার লেখা?
উ: জোয়ান বায়েজের।

# ফোর্বসের মতে ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে?
উ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।