Studypress News
দৈনিক পত্রিকার পাতা থেকে: ১১-১৫ ডিসেম্বর, ২০১৬
27 Dec 2016
# সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ‘এনাবলিং ট্রেড ইনডেক্স (ইটিআই)’ নামের সূচকটি তৈরি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন। ২০১৬ সালের এ সূচকে ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম।
# আনোয়ার পাশার উপন্যাস রাইফেল রোটি আওরাত।
ক) আনোয়ার পাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন।
খ) মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত।
গ) উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহীন।
# স্প্যানিশ গৃহযুদ্ধ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ের লেখা ফর হোম দ্য বেল টোলস।
# সিরিয়ার রাকা শহরটি পুনর্দখলে সহাতয়তা করতে আরও ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র।
# ট্রাম্পের জয়ে আছে রাশিয়ার ভূমিকা: সিআইএর গোপন প্রতিবেদন। হ্যাকিং তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। ওবামা আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন। এর আগেই তিনি ওই তদন্ত প্রতিবেদন চেয়ে নির্দেশ দিয়েছেন।
# ইয়েমেন এডেন শহরের একটি ঘাঁটিতে গতকাল শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
# আইএলওর ১৬তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন। বালি ঘোষণা: শোভন কাজের মাধ্যমে বৈষম্য কমানো হবে।
১২ ডিসেম্বর
# দেশের প্রথম ৪০০ কেভি (৪ লাখ ভোল্ট) ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন আজ চালু হচ্ছে। হবিগঞ্জের বিবিয়ানা থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত ১৬৮ কিলোমিটার দীর্ঘ এ লাইন নির্মাণ করেছে পিজিসিবি।
# মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনারে ভূষিত করা হয়েছে।
# সিরিয়ার সরকারি বাহিনী প্রাচীন পালমিরা নগর থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের হটিয়ে দেওয়ার দাবি করার পরপরই আবারও তা দখলে নেওয়ার দাবি করেছে জঙ্গিরা।
# এ বছর জাতীয় পর্যায়ে সেরা মূল্য সংযোজন কর (মূসক) পুরস্কার পেল নয়টি প্রতিষ্ঠান।
# বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, একসময় কোনো শুল্ক ব্যবস্থা থাকবে না। তখন আয়কর ও মূসক থেকেই সব রাজস্ব আদায় করতে হবে।
১৩ ডিসেম্বর
# আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)। ১ হাজার ৪৪৬ বছর আগে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছিলেন।
# আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক ভিক্টোরিয়া ওকাম্পো। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভিক্টোরিয়া ওকাম্পোর বয়স ছিল ৮১ বছর। বয়সের ভারে দুর্বল হলেও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
# সেনা, নৌ ও বিমান-এই তিন বাহিনীর প্রধান পদে চাকরির সর্বোচ্চ মেয়াদ চার বছর করা হচ্ছে।
# অভিবাসী ও শরণার্থীদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ঢাকায় শেষ হলো অভিবাসন নিয়ে বিশ্বের বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।
# নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশ গতকাল সোমবার শপথ নিয়েছেন।
# দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের জরুরি বৈঠক আহ্বান করেছে মিয়ানমার।
# ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’: বব ডিলান।
# চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
১৫ ডিসেম্বর
# ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের ওপর নৃশংস সশস্ত্র আক্রমণ নিয়ে জোয়ান বায়েজ লিখেছিলেন ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গান। গানটির গীতিকার ও সুরকার ছিলেন জোয়ান বায়েজ নিজেই।
# ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক শ্রীনাথ রাঘভন।
# মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এতে এক নম্বরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। পর পর চার বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোর্বস এর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান পেলেন।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।