Studypress News
আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান: অপারেশন রিপল ২৪
27 Dec 2016
রাজধানীর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামের বাড়িতে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোয়াত টিম অভিযান চালায়।
অপারেশনের নাম: রিপল ২৪।
রিপল হচ্ছে, ঢেউয়ের মতো প্রসারিত হওয়া।
অপারেশন চলে প্রায় ১৬ ঘন্টা ব্যাপী (২৩ ডিসেম্বর রাত ১২টা থেকে আজ শনিবার বিকেল পৌনে চারটা পর্যন্ত)
অভিযানকালে দুজন নিহত হয়েছে।
পুলিশের আইজিপি বলেন, ‘এখানে তিনটি শিশুসহ মোট ৭ জন ছিল।'