Studypress News
এনাবলিং ট্রেড ইনডেক্স: তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ
27 Dec 2016
সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ‘এনাবলিং ট্রেড ইনডেক্স (ইটিআই)’ নামের সূচকটি তৈরি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন।
# ২০১৬ সালের এ সূচকে ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম।
# ২০১৪ সালে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২০তম।
# ১ থেকে ৭ নম্বরের মধ্যে বাংলাদেশ এ বছর ৩ দশমিক ৪৮ নম্বর পেয়েছে।
# ২০১৪ সালে ৩ দশমিক ৩৯ নম্বর পেয়েছিল বাংলাদেশ।
# একটি দেশে আমদানি ও রপ্তানি কতটুকু সহজ, বন্দরের অবস্থা, মানসম্পন্ন পরিবহন-সেবা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, বাণিজ্য পরিচালনার পরিবেশসহ মোটা দাগে সাতটি বিষয়ের ওপর ভিত্তি করে প্রতি দুই বছর পর সূচকটি প্রকাশ করা হয়।
# বিশ্বব্যাংকের সহজে ব্যবসা বা ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ ১৯০টি দেশের মধ্যে ২০১৭ সালের জন্য ১৭৬তম অবস্থান পেয়েছে।
# সহজে বাণিজ্যের দিক দিয়ে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এ ক্ষেত্রে ভারতের অবস্থান ১০২তম, পাকিস্তান ১২২, শ্রীলঙ্কা ১০৩, ভিয়েতনাম ৭৩, ভুটান ৯২ এবং নেপালের অবস্থান ১০৮তম।
# তালিকার শীর্ষ ৫ দেশ সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, হংকং, লুক্সেমবার্গ ও সুইডেন।
# সবার চেয়ে পিছিয়ে আছে ভেনেজুয়েলা।