Studypress News
আপটায় যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া
27 Dec 2016

এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সঙ্গে নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া। ফলে আপটার সঙ্গে যুক্ত থাকা দেশের সংখ্যা এখন ৭। দেশগুলো হল বাংলাদেশ, ভারত, লাওস, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, চীন ও মঙ্গোলিয়া।এ চুক্তির আওতায় আপটার সদস্যভুক্ত দেশগুলো একে অপরের নির্ধারিত পণ্যের শুল্ক ছাড় দিয়ে থাকে।আপটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক একটি বাণিজ্য চুক্তি। ১৯৭৫ সালে ব্যাংককে এই চুক্তি সই হয়। ২০০৫ সালে আপটা নামকরণ করা হয়। এর সদর দপ্তর ব্যাংককে অবস্থিত যদিও ব্যাংকক এর সদস্য নয়।
Important News

Highlight of the week
