Studypress News
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ২০১৫ সালে বিশ্বে শীর্ষ প্রভাবশালী নারী
08 Mar 2015
বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় তিনি আছেন ৫৯তম অবস্থানে। ফোর্বস ম্যাগাজিনের করা তালিকার শীর্ষে আছেনজার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলআর দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মাইক্রোসফটের মালিক বিল গেটসের স্ত্রীমেলিন্ডা গেটস আছেন তৃতীয় অবস্থানে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লগার্ড আছেন ষষ্ঠ স্থানে। তার পরই রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অবস্থান। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার অবস্থান দশম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি সঙ্ঘাতপূর্ণ ও সন্দেহজনক কম ভোটের নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন