Studypress News
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৬: একনজরে
26 Dec 2016
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনঃ
নির্বাচনের তারিখঃ ২২ ডিসেম্বর ২০১৬
#২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এ টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ প্রার্থী 'ডাক্তার সেলিনা হায়াৎ আইভি'।
#২২ ডিসেম্বর ২০১৬ তারিখ বৃহস্পতিবার নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে তিনি পরাজিত করেছেন ৭৯ হাজার ভোটের ব্যবধানে।
#নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর-
#সাখাওয়াত হোসেন খান ধানের শীষে পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।
আইভীর বাবা প্রয়াত আলী আহমেদ চুনকা স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চিকিৎসক হিসাবে পেশাজীবন শুরুর পরপরই ১৯৯৪ সালে আইভী উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে চলে যান।
সেখান থেকে ২০০২ সালে ফিরে পরের বছর বিপুল ভোটে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান হন আলী আহমেদ চুনকার মেয়ে আইভী। পৌরসভা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার পর ২০১১ সালে মেয়র নির্বাচিত হন।
নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে আওয়ামী লীগের রাজনীতি শুরু করা আইভী এখন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাঃ
# নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকাল: মে ৫, ২০১১
# প্রথম মেয়র: ডাক্তার সেলিনা হায়াৎ আইভি