Studypress News
Sonali Bank IT Officer 2016 (BANGLA)
23 Dec 2016
# ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে:
হীরক জয়ন্তী
# কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
দু+লোক=দ্যুলোক
# বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী
# কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
সাধু ভাষায়
# ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?
করণ
# ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-
ভেলকিবাজি
# সঠিক বাক্য কোনটি?
আমার কথা প্রমাণ হলো।
# অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত।
# ছায়া হরিণ কার গ্রন্থ:
আহসান হাবীব
# খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-
সিংহদ্বার
# ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’
অব্যয়
# পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
কূল
# গাছ পাথর বাগধারাটির অর্থ-
হিসাব-নিকাশ
# Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:
নাচতে না জানলে উঠান বাঁকা
# কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্তশাসন
# শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:
প্রমথ চৌধুরী
# মহাকবি নন-
রবীন্দ্রনাথ ঠাকুর
# বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
৩৯টি
# বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?
চোখের বালি
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।