Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১-১০ ডিসেম্বর, ২০১৬
23 Dec 2016
# ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের...।
উ: পয়লা বৈশাখ।
# পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উ: ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।
# থাইল্যান্ডের নতুন রাজার নাম কি?
উ: মহা ভাজিরালংকর্ন।
# বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর
# মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?
উ: ব্রিটিশ সাংবাদিক ভানিয়া কেউলি।
# খালেদ মোশাররফ কত নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন?
উ: ২ নম্বর।
# জামালগঞ্জ খনি কোন জেলায় অবস্থিত?
উ: জয়পুরহাট।
# জাতিসংঘের গণহত্যাবিরোধী কনভেনশন কবে গৃহীত হয়?
উ: ১৯৪৮ সালে।
# অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন কোনটি?
উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেনন্ট।
# সম্মেলনটির নবম আসর কোথায় অনুষ্ঠিত হয়?
উ: ঢাকায়।
# টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছেন কে?
উ: ডোনাল্ড ট্রাম্প।
#ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনী কোনটি?
উ: দ্য ড্রামাটিক ডিকেড: দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স
# রোকেয়া দিবস কবে?
উ: ৯ ডিসেম্বর।
# এ বছর জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা কত?
উ: ২ লক্ষ ৩ হাজার ১৫২ কোটি টাকা।
# বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন সেক্টরে যুদ্ধ করেন?
উ: ২ নম্বর।
# প্রথম মার্কিন হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করেছেন কে?
উ: জন গ্লেন।
# গারোদের নবান্ন উৎসবের নাম কি?
উ: ওয়ানগালা।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।