Studypress News
ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাস
10 May 2015
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। ৭ মে,২০১৫ ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হয়েছে।বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। এর আগে ৬ মে,২০১৫ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়।
ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সংবিধান সংশোধনী বিল ১১মে ২০১৫ এ পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে । বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। করতালির মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন। ইতোপূর্বে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিলো ১০০তম সংবিধান সংশোধনী বিল। বিলের ক্রমিক সংখ্যা ১১৯ ছিলো।