Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ৫-১০ ডিসেম্বর, ২০১৬

23 Dec 2016

৫ ডিসেম্বর

# মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক ব্রিটিশ টিভি সাংবাদিক ভানিয়া কেউলি। মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ পরবর্তীতে কে ফোর্সের অধিনায়ক ছিলেন।

# পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পে অক্টোবর ২০১৬ পর্যন্ত ১১ হাজার ৬১৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 # ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে মারা যান উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

# জয়পুরহাট জেলার জামালগঞ্জ খনিতে কয়লার মজুত প্রায় ৫৫০ কোটি টন।

 # দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত পাঁচটি কয়লাখনি- বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া, খালাশপীর ও জামালগঞ্জ।

# সান্তিয়াগো শহরের সান্তা ইফিগেনিয়া সমাধিক্ষেত্রে কিউবার ঊনবিংশ শতাব্দীর বিপ্লবের নায়ক হোসে মার্তির সমাধির পাশে সমাহিত করা হয় মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভস্মাধার।

 

৬ ডিসেম্বর

# ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম (৬৮) গতকাঅল সোমবার মারা গেছেন।

# জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া দিয়ে বাংলাদেশ ১৬ বছরে ৬ হাজার ৮৫৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা আয় করেছে।

#নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি গতকাল সোমবার ব্যক্তিগত কারণে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, ফেসবুকের কারণে এবার তাঁর জয় হয়েছে। তিনি টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লেখেন ‘ধন্যবাদ ফেসবুক’।

 

# ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি গতকাল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটিতে সংবিধান সংস্কার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। তিনি আগেই জানিয়েছেন, এমন ফলাফল হলে পদ ছেড়ে দিবেন।

 

# ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের গণহত্যাবিরোধী কনভেনশন বা চুক্তিতে বলা আছে কোনো জাতি বা ধর্মীয় সম্প্রদায়কে অংশত বা সম্পূর্ণ ধ্বংসের জন্য গৃহীত ব্যবস্থা ‘গণহত্যা’ বা ‘জেনোসাইড’ নামে পরিচিত হবে।

৭ ডিসেম্বর

# নেদারল্যান্ডসের হেগে ১৬ বছর বয়সী পরিবেশকর্মী কেহকাশান বসুর হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শিশুদের অধিকার উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর কোনো শিশুকে পুরস্কারটি দেওয়া হয়। বাঙালি বাবামায়ের সন্তান কেহকাশানের জন্ম সংযুক্ত আরব আমিরাতে।

# সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের ৩০ মার্চ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

# ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ তাঁর সমাজতন্ত্রী সরকারের প্রধান হিসেবে বেরনাদ ক্যাজনভের নাম ঘোষণা করেছেন।

# যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প পাশ্চাত্যসহ বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের সই করা পরমাণু চুক্তির কোনো ক্ষতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

নির্বাচনী প্রচারণার সময় ইরানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। ঐতিহাসিক ঐ চুক্তির আওতায় ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপিত দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

# আইএলওর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন শুরু। বৈষম্য কমানোর ওপর জোর। এ অঞ্চলের প্রতি ১০ জনের ১ জন শ্রমিক দারিদ্রসীমার নিচে বাস করেন।

# প্রায় ৫০ কোটি লাইক নিয়ে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পেজ ‘ফেসবুক ফর এভরি ফোন’।

# মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়ন থেকে রক্ষা পেতে এ পর্যন্ত প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

৮ ডিসেম্বর

# ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গতকাল শক্তিশালী ভূমিকম্পে ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

# শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ভারী ব্যাগ বহন নয়: হাইকোর্টের রায়।

# অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেনন্টের (জিএফএমডি) নবম আসর আজ ঢাকায় শুরু হচ্ছে।

# টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

# পাকিস্তানে ৪৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান এয়ারলাইনসের বিমানটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ জেলার পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে আরোহীদের সবাই নিহত হয়।

#ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য ড্রামাটিক ডিকেড: দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স

# আইএলওর ১৬তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন: বিদেশে ৭৭% শ্রমিকই মজুরিতে ঠকেন।

৯ ডিসেম্বর

# ডিসেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

# বাংলার নারী জাগরণের অগ্রদূত, লেখিকা ও শিক্ষাব্রতী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন (৯ ডিসেম্বর)।

# গণভোটে হারার তিন দিনের মাথায় আগের ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।

# আলেপ্পোয় অবরুদ্ধ হয়ে পড়া বিদ্রোহীদের পরাজিত করাটা হবে আমাদের জন্য বিরাট এক জয়: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

# এ বছর জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লক্ষ ৩ হাজার ১৫২ কোটি টাকা। তিনটি প্রধান খাত আয়কর, শুল্ক ও ভ্যাট থেকে এ রাজস্ব আহরিত জয়। এই তিন খাত থেকে সংগৃহীত অর্থ দিয়ে নির্মিত হচ্ছে সরকারের পদ্মা সেতু, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, উড়াল সেতু, বঙ্গবন্ধু স্যাটেলেইটসহ বহু মেগা প্রকল্প।

১০ ডিসেম্বর

# বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৫তম শাহাদতবার্ষিকী। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন তিনি। চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে যুদ্ধজাহাজ পলাশে দায়িত্বরত অবস্থায় তিনি শহীদ হন।

# প্রথম মার্কিন হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করা জন গ্লেন মারা গেছেন।

# প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ভোট দিল দক্ষিণ কোরীয় পার্লামেন্ট। প্রেসিডেন্ট পার্ক-গিউন হে দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

# গারোদের নবান্ন উৎসব: ওয়ানগালা।

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
 

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
 

-- তারপর, (Register/ Sign up Now)-এ Click করুন।
 

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
 

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।