Studypress News
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ভ্যাটিকান
16 May 2015

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস এ স্বীকৃতি দেন। এক বছর আগে ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন গিয়ে দেশটিকে স্বীকৃতি দেয়ার আশ্বাস দিয়েছিলেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া বিষয়ে পোপের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাটিকান ফিলিস্তিনকে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। দেশটির কর্মকর্তারা জানান, তারা ইসরাইলের আগ্রাসনে হতাশ। ইসরাইল আসলে শান্তি চায় না, তাই আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য নতিপত্র ঠিক করতে শুরু করেছি। খুব তাড়াতাড়ি তা সাক্ষর করে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।২০১৫ সালের ১৩ মে ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া স্বাধীন দেশের সংখ্যা ১৩৬ টি
Important News

Highlight of the week
