Studypress News
Palme d'Or জিতেছে ধীপান
28 May 2015
কান চলচ্চিত্র উৎসবের সেরা সম্মান পাম ডি’অর জিতেছে ধীপান চলচ্চিত্রটি। একজন তামিল গেরিলার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রুনি মারা এবং ইমানুয়েল বারকো। সেরা অভিনেতা হয়েছেন ভিনসেন্ট লিনডন। রোববার মধ্যরাতে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ক্যারোল চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রুনি মারা এবং মন রোয় এর জন্য ইমানুয়েল। আর দ্য মেসার অব অ্যা ম্যান সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন লিনডন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর দেশ ছেড়ে আসা শরণার্থীর জীবনের গল্পকে ঘিরে তৈরি ধীপান জিতেছে স্বর্ণপাম। আমেরিকান চিত্রনির্মাতা জোয়েল এবং ইথান কোয়েনের নেতৃত্বে জুরি বোর্ড এই চলচ্চিত্রটিকেই সেরা বলে বেছে নিয়েছে।