Studypress News

এসআই (নিরস্ত্র): লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন স্টাডিপ্রেসে

19 Dec 2016

শারীরিক মাপ ও পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
 

∎লিখিত পরীক্ষার সময়সূচি:

১) বিষয়ঃ ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন

*তারিখ: ২ ফেব্রুয়ারি, ২০১৭

*সময়ঃ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

*পূর্ণমান: ১০০

২)বিষয়ঃ মনস্তত্ত্ব

*তারিখ: ৩ ফেব্রুয়ারি, ২০১৭

*সময়ঃ সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত।

*পূর্ণমান: ২৫

৩) বিষয়ঃ সাধারণ জ্ঞান ও পাটিগণিত

*তারিখ: ৪ ফেব্রুয়ারি, ২০১৭

*সময়ঃ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

*পূর্ণমান: ১০০
 

∎লিখিত পরীক্ষার জন্য যে বিষয়গুলো পড়তে হবে-
 

∎∎ ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন: [সময়: ৩ ঘন্টা, মার্কস: ১০০]
(এই অংশে যে ধরণের প্রশ্ন আসে সেগুলো হচ্ছে-)
 

∎English [Marks: 50]
 

1. Write an essay on any of the following: [Marks: 15]
 

2. Make sentence with any five of the following: [Marks: 5]
 

3. Fill in the blanks with appropriate word: [Marks: 5]
 

4. Write an application. [Marks: 10]
 

5. Translate into English. [Marks: 15]
 

∎ বাংলা [৫০ নম্বর]
 

১. রচনা লিখুন [১৫ নম্বর]

২. ভাব-সম্প্রসারণ [১০ নম্বর]

৩. অর্থসহ বাক্য রচনা করুন [৫ নম্বর]

৪. এক কথায় প্রকাশ করুন [৫ নম্বর]

৫. বাংলায় অনুবাদ করুন [১৫ নম্বর]
 

∎∎ মনস্তত্ত্ব [সময়: ৩০ মিনিট, মার্কস: ২৫]

এই অংশে সাধারণত মানসিক দক্ষতামূলক কিছু সংক্ষিপ্ত বা MCQ প্রশ্ন আসে।

এই অংশে ভালো করতে হলে আপনাকে-

সাম্প্রতিক বিষয়ের উপর ভালো দক্ষতা,

বাংলা সমার্থক ও বিপরীত শব্দ,

ইংরেজি Synonyms, Antonyms and Analogy এবং

গণিতিক যুক্তি সম্পর্কিত প্রশ্ন ভালোভাবে আয়ত্ত্বে রাখতে হবে।

 

∎∎ সাধারণ জ্ঞান ও পাটিগণিত: [সময়: ৩ ঘন্টা, মার্কস: ১০০]

(এই অংশে যে ধরণের প্রশ্ন আসে সেগুলো হচ্ছে-)

∎সাধারণ জ্ঞান [মার্কস: ৫০]

এই অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর প্রশ্ন থাকবে।

∎পাটিগণিত [মার্কস: ৫০]

এই অংশে পাটিগণিতের ৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি ১০ নম্বর করে।

এখনি আপনার প্রস্তুতি শুরু করে দিন।
 

www.studypress.org ওয়েবসাইটে সাব-ইন্সপেক্টর লিখিত পরীক্ষার ২০০৯, ২০১০ এবং ২০১২ সালের প্রশ্ন ও সমাধান আছে।

Follow these steps:
www.studypress.org>>Log in>>Previous Job Test>>PSC & Govt. Jobs>>Click (View all)

Thank You.

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

 

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।